ভৌগোলিক উপনাম

১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ?
উঃ আফ্রিকা মহাদেশকে।
২. আগুনের দ্বীপ কোন দেশকে?
উঃ আইসল্যান্ড ।
৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?
উঃ তুরস্ক ।
৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
উঃ সুইজারল্যান্ড।
৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম।
৬. বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান ।
৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?
উঃ সানফ্রান্সিসকো।
৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম।
৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক।
১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?
উঃ কেন্ট।
১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?
উঃ ঢাকা।
১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেলগ্রেড।
১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা।
১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো।
১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ফিনল্যান্ড।
১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?
উ: স্টকহোম।
১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো।
১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া।
১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?
উঃ জয়পুর, রাজস্থান।
২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?
উঃ এবারডিন।
২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ কুইটো।
২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম।
২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?
উঃ নাটাল।
২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?
উঃ হোয়াংহো।
২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক।
২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ নিউজিল্যান্ড।
২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়?
উঃ তাঞ্জোর।
২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?
উঃ সিডনী।
২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস।
৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উঃ ওশেনিয়া।
৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস।
৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?
উঃ লাসা।
৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ নরওয়ে।
৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম।
৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?
উঃ ইয়াং সি কিয়াং।
৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?
উঃ মিশর।
৩৭. অনামিকা নামের রহস্য কী?
উঃ উপন্যাস (Read pdf)।
৩৮. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উঃ মিশর।
৩৯. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?
উঃ পাঞ্জাব।
৪০. ২০২২ সাল – কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ।
৪১. ২০২৩ সাল – ১৩ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
৪৩. ২০২৪ সাল – ৩৩ তম গ্রীষ্ণকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
৪৪. ২০২৬ সাল – ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ।
৪৫. ২০২৮ সাল – ৩৪ তম অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে৷
৪৬. ২০৩০ সাল – ২৪ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলিতে ৷
৪৭. ২০৪৭ সাল -- হংকং - এ চীনের দ্বৈতনীতির মেয়াদ সমাপ্ত হবে৷
৪৮. ২০৬২ সাল -- ৭৬ বছর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে৷
মাশাআল্লাহ
ReplyDelete