Summaries of G.M. Hopkins's poems (Victorian Poetry)

Mofizur Rahman
0

Summaries of G.M. Hopkins's poems (Victorian Poetry)

Summaries of G.M. Hopkins's poems (Victorian Poetry)
Honours 3rd Year.
Victorian Poetry
Bangla and English summary

  1. The Windhover
  2. Felix Randal
  3. Spring and Fall: To a young child.
  4. Pied Beauty

G.M. Hopkins's

The Windhover

বাংলা সামারীঃ-
Hopkins মূলত religious poet. তার প্রায় সবগুলো কবিতাই ঈশ্বরকে নিয়ে। The Wondhover কবিতাটিও ঈশ্বরের বন্ধনা নিয়ে। এ কবিতায় কবি মহান যিশু খ্রিষ্টের চিন্তাধারাকে একটি বাজপাখির সাথে তুলনা করেছেন। কবি বর্ননা করেছেন কিভাবে একটি বাজপাখি প্রচন্ড গতিতে বাতাস ভেদ করে ভূমিতে নেমে আসে, তার মুকুটে শোভা পায় এক অপরূপ সৌন্দর্য্য।

কবির ধারনা অনুসারে মহান যিশু খ্রিষ্টের সৌন্দর্য ঐ বাজপাখির চেয়েও লক্ষ-কোটি গুণ বেশী৷ মহান যিশু খ্রিষ্ট অসহায় মানুষদের সাহায্য করবার জন্য প্রচন্ড গতিতে পৃথিবীতে নেমে আসেন৷ এই কবিতার দ্বারা কবি অসহায় মানুষদের প্রতি ঈশ্বরের যে করুণা তা বোঝাতে চেয়েছেন।

English Summary:-
The Windhover is one of the best known sonnets by Gerard Manley Hopkins and was inspired by the sight of a small falcon, a kestrel, which often faces against the wind to hover above its prey. Hence the alternative name of windhover. More significant however is the transformation of the bird into a spiritual symbol of Christ. As a Jesuit priest Hopkins was clear in his belief that the beauty in Nature mirrored the beauty of God.

Much of his poetry was created in order to find a way to God, through the Christ figure.
Through observation and contemplation Hopkins was able to fulfil one of the spiritual exercises he practiced, created by Ignatius, founder of the Society of Jesus. Study of the natural world in particular inspired his poetry, which he hoped would express the love he had for beauty.

So a bird such as the kestrel, with its unique ability to hold itself steady in a wind and then suddenly with barely a wing move, swing and circle away, held a special place in the poet's heart.

Felix Randal
বাংলা সামারীঃ-
এই কবিতাটি একজন ঘোড়ার নাল প্রস্তুতকারী ব্যক্তিকে নিয়ে। কবি সবেমাত্র সেই নাল প্রস্তুতকারীর শেষকৃত্য সম্পন্ন করেছেন। ঘটনাটা এমন, কবি বলেছেন একসময় এই নাল প্রস্তুতকারী কামার কত সুঠাম দেহের অধিকারী ছিলেন কিন্তু আজ সময়ের বিবর্তনে তার সেই জৌলুশ আর নেই। চারটি রোগের কারণে তার শরীরের অবনতি হয়েছে।

নাল প্রস্তুতকারীর ঐ অবস্থা দেখে কবিও ব্যথ্যিত হয়েছিলেন৷ তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন। কবি মনে করেন যদি নাল প্রস্তুতকারক মহান ঈশ্বরের শরণাপন্ন হতেন তাহলে তিনি হয়তো আবার সুস্থ হয়ে যেতে পারতেন। কবিতার মূলকথা হচ্ছে, যদি কেউ বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করে তাহলে ঈশ্বর তাকে বিপদ থেকে উদ্ধার করেন।

English Summary:-
The poem begins with the speaker describing Randal as a large man who is a farrier. His body have decayed over time from an unnamed illness caused by the “Fatal four disorders,” or humors, fighting within his body. This sickness “broke” him and he curses himself for acquiring it. The speaker was able, by anointing Felix, to cure him for a time, but God had other plans.

The speaker then describes how Felix’s illness created a bond between the two men and endeared them to one another. They are connected through “tears” and care.

The final three lines describe how as Felix was about to pass on, and immediately after he was gone, no one celebrated his life as a farrier like they should of. He was the strongest of his peers and crafted the shoes for the strongest of the horses. This is the memory that the speaker leaves the reader with and the one he is hoping will last.

Spring and Fall: To a young child.

বাংলা সামারীঃ-
এই কবিতাটিতে কবি একটি শিশুকে সান্ত্বনা দিচ্ছেন কারণ মার্গারেট(শিশুটি) গাছ থেকে পাতা পড়া দেখে কান্না করতেছিল। কবি বলেছেন মানুষের জীবন একটি পাতা ঝরে পড়ার মতই। একটি পাতা যেমন করে সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হয় তারপর ঝরে পড়ে যায় মানুষের জীবনটাও ঠিক তেমনি৷ একজন মানুষ প্রথমে পৃথিবীতে পদার্পণ করে শিশুরূপে কিছু সময় অতিবাহিত করার পর সে যুবক হয় আর তারপর একটা সময় সে বৃদ্ধ হয়ে যায়।

কবি শেষমেশ মার্গারেটকে এই বলে সান্ত্বনা দিয়েছেন যে, মানুষের জীবনের মত গাছের পাতাও ক্ষনস্থায়ী আর তার শেষ পরিনতি মানুষের মতই মৃত্যু। এটাই বাস্তব তাই এতে কান্না করার কোন প্রয়োজন নেই।

English Summary:-
In the poem, the speaker addresses to a girl, Margaret, who is crying at the fall of tree leaves. As a philosopher, speaker asks Margaret not to grieve over goldengrove unleaving. The speaker believes that the young girl, Margaret equally cares for leaves like the things of man. In her innocence, with fresh thoughts, she worries for the falling leaves. Margaret as an innocent child, separation is a great loss for her. She doesn't know the meaning of death.

A child is out of knowledge of death, end, destruction, and collapse. The speaker in the poem behaves as a philosopher. He is trying to persuade Margaret not to weep, not to mourn, and not to spare sigh, when goldengroove is unleaving. For the experienced person, "goldengrove unleaving" is a minor natural process. There is nothing to worry and lament over it. When the human heart grows older, so many pains come and go away. For a young heart, it is intolerable to tolerate separation and loss.

The speaker of the poem has tried to read the mentality of a young child. Very plainly, he says that it is all because of Margaret's childhood. Still Margaret is not fully developed human being. She is left to cross many hurdles and obstacles in her life. Thus Margaret is as spring. As she grows, she will take a journey towards fall. Then, only she will realize the absolute truth of the human world and the meaning of fall.

The speaker represents the experience, whereas the child represents the innocence. Margaret has fresh thoughts and such thoughts are indifferent to the idea of death and destruction. Similarly, the speaker represents fall and the child represents the spring.

Pied Beauty

বাংলা সামারীঃ-
এ কবিতাটিতে কবি মহান ঈশ্বরের এই বিচিত্র রকমের সৃষ্টির সৌন্দর্য নিয়ে কথা বলেছেন। যেমন করে মাঠে গরু চরে, মাছ পানিতে সাঁতার কাটে, মাঠগুলো একসময় শুঁকিয়ে চৌচির হয়ে যায় আবার সবুজ হয়ে যায়, সমুদ্রে কত বড় বড় পাল তোলা জাহাজ। অথচ এদের প্রত্যেকের মাঝেই রয়েছে কত ভিন্নতা, বৈচিত্র্য। এসব কিছুর মূলেই রয়েছেন মহান ঈশ্বর। যদিও এসব কারুকার্য একসময় নিষ্প্রভ হয়ে যায় কিন্তু মহান ঈশ্বরের অপার সৌন্দর্য কখনোই মলিন হয়না। তাই আমাদের উচিত মহান ঈশ্বরের গুনগান করা।

English Summary:-
In this short poem, Hopkins appreciates the strength of the god in the universe. All the things in the universe contain the pied beauty. Sky does have the couple color, trout are spotted and chestnut does have the multiple color. Different trades do have the different purpose and different instruments have different tunes.

In addition, the landscape is pieced, plotted, fold, follow and ploughed. Multiplicity and pied beauty can be seen in the landscape and the things of this universe. Not a single thing resembles with the other. God is the only source or father of all these things. Taking this glory of God into account, Hopkins asks mankind to praise him, then all the problems of the universe can be resolved peacefully.


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!