Agamemnon by Aeschylus all Summary, Characters And Themes (Classics in Translation)

Mofizur Rahman
0

Agamemnon by Aeschylus all Summary, Characters And Themes (Classics in Translation)

Agamemnon by Aeschylus all Summary, Characters And Themes (Classics in Translation)

  • Honours 4th Year.
  • Subject: Classics in Translation.
  • Topics: "Agamemnon" by Aeschylus.
  • Summary, Characters And Themes.


বিঃদ্রঃ--(V.V.I দেয়া চরিত্রগুলো একটু ভালভাবে পড়বেন)

Introducing the characters:

Agamemnon:- The King of Argos, the husband of Clytemnestra, and the commander of the Greek armies during the siege of Troy. A great warrior, he sacrificed his daughter Iphigenia in order to obtain a favorable wind to carry the Greek fleet to Troy.

Clytemnestra:- The play's protagonist, Clytemnestra is Agamemnon's wife and has ruled Argos in his absence. She plans his murder with ruthless determination, and feels no guilt after his death.

Iphigenia: Does not appear onstage during the play. The daughter of Clytemnestra and Agamemnon. Agamemnon sacrifices her during the Trojan War to win the favor of the goddess Artemis.

Chorus: The elder citizens of Argos. They serve as advisors to Queen Clytemnestra during Agamemnon's absence, and provide commentary on the action of the play. Their speeches provide the background for the action, for they foreshadow the King's death when they describe the events of the Trojan War and discuss the dangers of human pride.

Aegisthus:-Agamemnon's cousin, and Clytemnestra's lover. Agamemnon's father boiled two of his rival's children (Aegisthus' brothers) and served them to him for dinner. Since that time,
Aegisthus has been in exile awaiting a chance to seek revenge for the terrible crime.

Cassandra:- A Trojan priestess, captured by Agamemnon and carried to Argos as his slave and mistress. She was Apollo's lover. Apollo gave her the gift of prophecy, but when she refused to bear him a child, he punished her by making all around her disbelieve her predictions.

The Watchman:- The man assigned to watch for the signal of Troy's fall from the roof of the palace. He is joyful at his king's return, but also is gripped with a sense of foreboding.

The Herald:- He brings the Chorus news of Agamemnon's safe homecoming.

Artemis:- Does not appear onstage during the play. The goddess, of hunting, animals, virginity, and childbirth. During the Trojan War, she to blocks the path of Agamemnon's fleet until he makes a sacrifice to her.

Menelaus:- Does not appear onstage during the play. Agamemnon's brother and King of Sparta. When Paris runs away to Troy with his wife Helen, he and Agamemnon raise a fleet to conquer Troy.

Themes:

  • Motif of Revenge vs Deception.
  • Gender of Rules.
  • Dominance of Fate.
  • Poetic Justice.

বাংলা সামারী:-

'আগামেমনন' নাটকটির শুরুতে আর্গসের (Argos) প্রাসাদের ছাদে এক প্রহরীকে পাহারারত অবস্থায় দেখা যায়। কখন ট্রয় নগরী গ্রীকদের হাতে পরাস্ত হবে তাঁর সঙ্কেত
পাওয়ার জন্যে সে অধীরভাবে অপেক্ষা করতেছিলো প্রায় দশ বছর যাবত। অবশেষে বহু দূরে একটি আলোক সঙ্কেত এর ঝলকানি দেখা গেলো। সেটি দেখে সে আনন্দে লাফিয়ে উঠল আর রানী ক্লাইটেমনেস্ট্রার কাছে এই খবর দেয়ার জন্যে দৌড়ে আসলো।

আরগোসের বৃদ্ধরা এই নাটকে কোরাস এর ভূমিকা পালন করে। প্রহরী যখন দৌড়ে যাচ্ছিল সে সময় কোরাস এর বৃদ্ধ লোকেরা আরগোসের প্রাসাদে একত্রিত হয়েছিল আর সেই সকল পুরোনো ঘটনা অর্থাৎ রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে কিভাবে প্যারিস চুরি করে নিয়ে যায় এবং কিভাবে গ্রীকরা দশ বছর তাদের সাথে যুদ্ধ করেছে ইত্যাদি নিয়ে আলোচনা করছিলো। কোরাসরা সে সময় রাজা আগামেমননের সেই ন্যাক্কারজনক ঘটনাও স্মরন করেন অর্থাৎ আগামেমনন যাত্রাপথে যাতে সাগরে অনুকূল বায়ু লাভ করে সে জন্যে তাদের দেবতা আর্টেমিস এর জন্যে তাঁর কন্যা ইফিজিনিয়াকে উৎসর্গ করে।

এ সময় রানী ক্লাইটেমনেস্ট্রা ধন্যবাদসূচক উৎসর্গ করে। কোরাস তাঁর কাছে জানতে চায় তাঁর উৎসর্গের কারন। তখন সে জানায় এক আলোক সঙ্কেতের ঝলকানীর মাধ্যমে সে জানতে পেরেছে গত রাতে ট্রয় নগরীর পতন ঘটেছে। বৃদ্ধরা শুনে খুশি হয় কিন্তু তাঁর কথা পরিপূর্নভাবে বিশ্বাস করতে পারে না। সংবাদ বাহক সেখানে এসে পৌছায় এবং এই খবরের সত্যতা প্রকাশ করে। তাদেরকে আরো বলে সেখানে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তারা বিজয়ী হয়েছে।

কোরাসরা এরপর রানী ক্লাইটেমনেস্ট্রাকে রাজা আগামেমননের বহরের দিকে যেতে বললেন এবং তাকে খবর দিতে বললেন, রাজা আগামেমনন যেনো তাড়াতাড়ি ফিরে আসে। সে চলে যাওয়ার আগে বৃদ্ধরা রাজা আগামেমননের ভাই মেনেলাউসের খবর জানতে চায়। সে তাদের বলে রাজা মেনেলাউসের বহর দেখা যায় নি কারন পথিমধ্যে একটা ভয়ঙ্কর সমূদ্র ঝড় ওঠে সে সময় অনেকেরই জাহাজ দিক বিদিক ছুটে যায়। ঝড়ের পরে মেনেলাউস সহ অনেককেই খুজে পাওয়া যাচ্ছে না। এরপর কোরাসরা হেলেনের সৌন্দর্যের ভয়ঙ্করত্ব নিয়ে গান গায় যে তার(হেলেনের) রূপ হচ্ছে ধ্বংসের প্রতীকমাত্র।

অবশেষে আগামেমনন ফিরে আসে। রাজা প্রায়ামের (Priam) কন্যা ক্যাসান্ড্রাকে নিয়েই রাজা আগামেমনন ফিরে আসে এবং রথ থেকে অবতরণ করে। ক্যাসান্ড্রাকে সে দাসী হিসেবে গ্রহন করেছে। রানী ক্লাইটেমনেস্ট্রা তাদেরকে অভ্যর্থনা জানায় ও রাজাকে বলে তাঁর ভালোবাসা আগের মতই অটুট আছে। রাজার প্রাসাদে প্রবেশের জন্যে একটি লাল কার্পেট বিছিয়ে দেয়। রাজা তাঁর প্রতি খুব ঠান্ডা আচরণ করে আর বলে এই কার্পেট দিয়ে হাটা তাঁর জন্যে এক প্রকারের অহংকার।

আসলে লাল কার্পেটের উপর দিয়ে শুধু দেব-দেবীদের মতো সম্মানিতগণই হাঁটতে পারে। এখানে আগামেমনকে হাঁটতে দেখা যাচ্ছে মানে সে নিজেকে দেব-দেবীদের মতো সম্মানিত মনে করে যেটা তার অহংবোধ। আর এটা তার পতনের কারণ। সে রাজাকে এটা দিয়ে হেটে প্রাসাদে প্রবেশের জন্যে ক্রমাগত জোরাজুরি করতে থাকে। যাই হোক অবশেষে রাজা আগামেমনন প্রাসাদে প্রবেশ করে।এ সময় কোরাসের বৃদ্ধরা এক প্রকার অমঙ্গলের পূর্ব লক্ষণ অনুধাবন করলেন।

ক্লাইটেমনেস্ট্রা বেরিয়ে আসে যাতে ক্যাসান্ড্রা ভিতরে যেতে পারে। ট্রয়ের এই রাজকন্যা এ সময় একেবারে চুপ মেরে যায় আর রানী ক্লাইটেমনেস্ট্রা তাকে এই রকম নৈরাস্যজনক অবস্থায় ফেলে যায়। এ সময় ক্যাসান্ড্রা কথা বলতে শুরু করে আর সে কিছু অসংলগ্ন ভবিষ্যৎবানী করে। সে আগামেমননের বাড়ির উপর অভিশাপ রয়েছে বলে মন্তব্য করে। ক্যাসান্ড্রা কোরাসদের বলে, তাদের রাজা খুব শিঘ্রই মারা যাবে এবং এরপর সেও মারা যাবে। এরপর আরো ভবিষ্যৎবানী করে সামনে একজন প্রতিশোধ গ্রহনকারী আসবে। তাঁর কথা কেউ বিশ্বাস করে না। সে এ সময় ভাগ্যের কাছে নিজেকে সপে দেয় এবং ঘরে প্রবেশ করে।

এক সময় কোরাসদের ভয় বেড়ে যায়। পরের দৃশ্যে আগামেমননের ব্যাথায় চিৎকার শোনা যায়। কোরাসের দল এ সময় কি করবে তা নিয়ে এক প্রকার দ্বন্দে পড়ে যায়। রানী ক্লাইটেমনেস্ট্রা দরজা খোলে। তাকে তাঁর স্বামীর মৃতদেহ ও ক্যাসান্ড্রাকে মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্লাইটেমনেস্ট্রা তাদের বলে সে তাঁর কন্যা ইফিজিনিয়াকে হত্যার প্রতিশোধ নিয়েছে। এরপর সে তাঁর প্রেমিক আগামেমননের চাচাতো ভাই এজিসথাস এর সাথে যোগ দেয়। তারা দুজনে রাজ্যভার গ্রহন করে। আর ওদিকে কোরাসের বৃদ্ধরা বলাবলি করে যে আবার কোনোদিন আগামেমননের ছেলে অরেস্টিস তাঁর পিতার হত্যার প্রতিশোধ নিতে আসবে। এখানেই নাটকটি শেষ হয়।


English Summary:

The play is set sometime in the 12th or 13th centuries BCE, and begins in Argos, Greece. A Watchman, stationed on top of the palace, waits for a signal fire indicating that the ten-year Trojan War (between the Greeks and the Trojans) has come to an end. He sees the fire light and rushes out to tell queen Clytemnestra the good news.

In the next scene, the Chorus, a collection of old men, gathers in front of the palace of Clytemnestra, Agamemnon's wife, who has been taking care of things while Agamemnon is gone. They want to know what all the fuss is about. Then they sing a song about the causes of the Trojan War and how, on his way there, Agamemnon sacrificed his and Clytemnestra's daughter Iphigenia to convince the goddess Artemis to send him good winds.

The Queen appears, and the Chorus asks her why she has ordered sacrifices of thanksgiving. She tells them that a system of beacons has brought word that Troy fell the previous night. The Chorus give thanks to the gods, but wonder if her news is true; a Herald appears and confirms the tidings, describing the army's sufferings at Troy and giving thanks for a safe homecoming. Clytemnestra sends him back to Agamemnon, to tell her husband to come swiftly, but before he departs, the Chorus asks him for news of Menelaus. The Herald replies that a terrible storm seized the Greek fleet on the way home, leaving Menelaus and many others missing.

The Chorus sings of the terrible destructive power of Helen's beauty. Agamemnon enters, riding in his chariot with Cassandra, a Trojan Princess whom he has taken as his slave and concubine. Clytemnestra welcomes him, professing her love, and orders a carpet of purple robes spread in front of him as he enters the palace. Agamemnon acts coldly toward her, and says that to walk on the carpet would be an act of hubris, or dangerous pride; she badgers him into walking on the robes, however, and he enters the palace.

The Chorus suggests an impending sense of dread for what's to come. Clytemnestra tries to force Cassandra to go into the palace, but Cassandra remains silent, and Clytemnestra gives up and leaves her in the chariot. Cassandra, possessed by the god Apollo, begins to cry out, and her thoughts eventually form a prophecy in which she predicts Agamemnon's murder in detail, as well as her own death. After these bold predictions, she seems resigned to her fate, and enters the house.

The Chorus' fears grow, and they hear Agamemnon cry out in pain from inside. As they debate what to do, the doors open, and Clytemnestra appears, standing over the corpses of her husband and Cassandra. She declares that she has killed him to avenge Iphigenia, and then is joined by her lover Aegisthus, Agamemnon's cousin, whose brothers were cooked and served to Aegisthus' father by Agamemnon's father. They take over the government, and the Chorus foreshadows that Clytemnestra's son Orestes will return from exile to avenge his father.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!