Character and Summary of Tess of the D' Urbervilles by Thomas Hardy

Mofizur Rahman
0

Bangla and English Summary and Character of Tess of the D'Urbervilles by Thomas Hardy

Honours 4th Year
19th Century Novel
Tess of the D' Urbervilles by Thomas Hardy
Bengali Summary & English Summary
Character
Character and Summary of Tess of the D'Urbervilles by Thomas Hardy,

(toc)

Tess of the D'Urbervilles by Thomas Hardy

Character List

Tess Durbeyfield:

The novel’s protagonist. Tess is a beautiful, loyal young woman living with her impoverished family in the village of Marlott. 

Angel Clare:

An intelligent young man who has decided to become a farmer to preserve his intellectual freedom from the pressures of city life. He meets Tess when she is a milkmaid at the Talbothays Dairy and quickly falls in love with her.

Alec d’Urberville:

The handsome, amoral son of a wealthy merchant named Simon Stokes.  Alec is a manipulative, sinister young man who does everything he can to seduce the inexperienced Tess when she comes to work for his family. 

Mr. John Durbeyfield:

Tess’s father, a lazy peddler in Marlott. 

Mrs. Joan Durbeyfield:

Tess’s mother. 

Mrs. d’Urberville:

Alec’s mother, and the widow of Simon Stokes. 

Marian, Izz Huett, and Retty Priddle:

Milk maids whom Tess befriends at the Talbothays Dairy. 

Reverend Clare:

Angel’s father, a somewhat intractable but principled clergyman in the town of Emminster. 

Mrs. Clare:

Angel’s mother, a loving but snobbish woman who places great stock in social class. Mrs. Clare wants Angel to marry a suitable woman, meaning a woman with the proper social, financial, and religious background. 

Reverend Felix Clare:

Angel’s brother, a village curate.

Reverend Cuthbert:

Clare Angel’s brother, a classical scholar and dean at Cambridge. 

Eliza Louisa Durbeyfield:

Tess’s younger sister. Tess believes Liza-Lu has all of Tess’s own good qualities and none of her bad ones, and she encourages Angel to look after and even marry Liza-Lu after Tess dies.

Sorrow:

Tess’s son with Alec d’Urberville. Sorrow dies in his early infancy, after Tess christens him herself. She later buries him herself as well, and decorates his grave.

Mercy Chant:

The daughter of a friend of the Reverend Clare. Mr. Clare hopes Angel will marry Mercy, but after Angel marries Tess, Mercy becomes engaged to his brother Cuthbert instead.

English Summary (ইংরেজি সামারি বা সারমর্ম)

The name of the novel suggests that the novel contains a sad story. The heroine of the novel is Tess and her clan is called Durberville. 'Tes' means mourning. Tess's father's name is John Darbyfield. He is a resident of Marlot village. A priest tells him one day that he is descended from a noble family called the Durbervilles but by a twist of fate they (the John Darbyfields) are now in this poor condition.

Upon learning that a woman and her son, one of their descendants, live nearby, Mr. Darbyfield and Mrs. Darbyfield decide to send Tess there to get some help from her with Tess' genealogy. After much persuasion, Tess agreed to go there. Tess went and saw a big house there. Entering the garden, Tess is introduced to a man. His name is Alec Durbarville. That is the antagonist of this novel.

When Tess meets Mrs. Durberville, Mrs. Durberville shows no interest in Tess, so Tess returns. But a few days later, when Alec needs a helper on the farm, Alec's mother seeks out Tess to give him a job. Meanwhile, when Tess and her sister Liza Lur left with the beehive on the way to the city, Tess's horse died after colliding with a carriage on the way. Back home, Tess blamed her carelessness and vowed to do something about it. So with no choice, Tess accepts Alec's offer to work on his farm. Actually Alec's character was not that good. He always looked down on Tess.

One day after a party it was too late to return home and Tess was in dire straits. On meeting Alec on the way, Alec promises to deliver him (Tess) home, but Alec does not deliver Tess home, instead he misbehaves with Tess and forces her. After all this, Tess returned from there to her own home Marlott. A few days later, Tess had a son. Tess named him Sorrow. Some unfortunately die shortly after birth. After that, Tess can't work for a long time, her mind can't settle on anything.

Finally she gets a job as a milkman in a dairy farm There, Tess finds three more girlfriends like her: Marian, Rattie, and Izzy. And there Tess meets a gentleman named Angel Claire Originally Tess was responsible for collecting milk from the few cows that Angel had. So very soon, Tess had a crush on Angel. Gradually they fall in love with each other Although Tess decides never to marry again, Tess's vow to Angel's love means losing. Tess eventually accepts Angel's marriage proposal.

Tess wrote to her mother about the proposal. No one was happier at that moment than Tess. But Tess thinks she needs to tell Angel about her past memories because she doesn't want to deceive Angel. So Tess writes about her past in a letter and leaves it under Angel's door. But Angel doesn't find the letter so the truth remains unknown to Angel and on the other hand Tess thinks Angel might have read her letter and forgiven her. Tess and Angel were married within a few days.

They spent some time happily One day Angel tells Tess that he (Angel) had an affair with an older woman in London but now he only loves Tess. Tess is happy to hear this and forgives Angel because now Angel won't mind if Tess tells Angel about her past. Tess also tells Angel about her past but Angel cannot forgive Tess after hearing this. So soon they got divorced. Before leaving, Angel gives Tess some money and tells Tess not to try to contact him again until he contacts Tess.

Tess is in a crazy state after losing Angel. Meanwhile, news comes from Tess's house that Tess's mother is sick so she goes back home. Tess's mother is perfectly healthy when she goes home. He came up with this plan to bring Tess home. But a few days later, Tess's father, Mrs. Darbyfind, dies. The villagers then drive the Tess away and Alec seizes this opportunity. He assures Tess that he (Alec) will take care of them all.

Desperate, Tess writes a letter to Angel asking for help but receives no reply, leaving Tess angry with Angel. And Alec also tells Tess that Angel will never come back. So after much deliberation, Tess finally accepts Alec's offer to stay with him. A few days later, Angel returns and, realizing his mistake, starts looking for Tess After a lot of searching, Angel finds Tess, but Angel doesn't recognize Tess at first when he sees Tess's current state. Angel, upon realizing later, apologizes to Tess and asks Tess to go back with him (Angel).

But Tess rejects Angel's offer. Tess breaks down, turning Angel back. Unable to bear the pain of separation, Tess stabs Alec and runs in the direction Angel has gone. After going some distance, Tess meets Angel and tells him everything. Tess also says that she killed Alec. Then Angel and Tess ran away. They take shelter in a house and spend several nights there. But word of Alec's murder had spread by then

So the police are frantically searching to catch Tess. Tess is finally caught by the police and sentenced to death for murdering Alec. Before Tess dies, Angel is told to watch over Liza-Lu. Tess and Liza-Lou looked exactly alike. As Tess says, Angel marries Liza-Lou and starts a peaceful family life. This is where the novel ends.

The novel basically talks about the poor-downtrodden society. How a helpless girl spends her life through so many hardships and struggles. Indeed Tess is a representative of the fighting spirit for women.

Bengali Summary (বাংলা সামারী বা সারমর্ম)

উপন্যাসের নাম থেকেই বোঝা যায় উপন্যাসটি করুণ কাহিনি সংবলিত। উপন্যাসের নায়িকা টেস ও তাঁর বংশের নাম ডার্বারভিল। 'টেস' মানে হচ্ছে শোক। টেসের বাবার নাম জন ডার্বিফিল্ড। তিনি মারলট গ্রামের বাসিন্দা। এক যাজক তাঁকে একদিন বলে যে সে ডার্বারভিল নামে এক সম্ভ্রান্ত বংশের বংশধর কিন্তু ভাগ্যের পরিক্রমায় এখন তাঁদের(জন ডার্বিফিল্ডদের) এখন এই হতদরিদ্র অবস্থা।


খবর নিয়ে জানতে পারেন তাঁদেরই এক বংশধর এক মহিলা ও তাঁর ছেলে নিকটেই বসবাস করে তাই মিস্টার ডার্বিফিল্ড ও মিসেস ডার্বিফিল্ড সিদ্ধান্ত নেয় টেসকে সেখানে পাঠানোর যাতে করে সেই মহিলাকে টেসদের বংশপরিচয় দিয়ে তাঁর থেকে কিছু সাহায্য পেতে পারে। অনেক জোরাজুরির পর টেস সেখানে যেতে রাজি হলো। টেস গিয়ে দেখে সেখানে মস্ত বড় এক বাড়ি। বাগানে ঢুকে টেসের সাথে এক ব্যক্তির পরিচয় হয়। তাঁর নাম অ্যালেক ডার্বারভিল।


সেই এই উপন্যাসের antagonist. টেস যখন মিসেস ডার্বারভিলের সাথে দেখা করলো তখন মিসেস ডার্বারভিল, টেসের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করলো না তাই টেস ফিরে আসলো। কিন্তু কিছুদিন পর যখন অ্যালেকের খামারে একজন সহকর্মীর প্রয়োজন হয় তখন অ্যালেকের মা টেসের খোঁজ করে তাঁকে(টেসকে) একটা চাকরি দেবার জন্য। আর ওদিকে টেস ও তাঁর বোন লিজা লুর যখন শহরের পথে মৌচাক নিয়ে রওয়ানা হলো তখন পথিমধ্যে একটা ক্যারেজের সাথে ধাক্কা লেগে টেসদের ঘোড়াটা মরে গেল।


বাড়ি ফিরে গিয়ে এর জন্য টেস নিজের অসাবধানতাকে দায়ী করলো আর নিজে কিছু করে দেখাবে সেই প্রতিজ্ঞা করলো। তাই কোন উপায় না পেয়ে টেস, অ্যালেকের প্রস্তাবে তাঁর খামারে কাজ করার জন্য রাজি হয়ে গেল। আসলে অ্যালেকের চরিত্র তেমন ভালো ছিলো না। সে সর্বদা টেসের প্রতি কুনজর দিত। একদিন পার্টি শেষে বাড়ি ফিরতে রাত হওয়ায় টেস বিষম দুর্ভোগে পড়ে যায়। পথে অ্যালেকের সাথে দেখা হলে অ্যালেক তাঁকে(টেসকে) বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দেয় কিন্তু অ্যালেক টেসকে তো বাড়ি পৌঁছে দেয়ই না বরং সে টেসের সাথে খারাপ আচরণ করে আর তাঁর সাথে জোর-জবরদস্তি করে।


এসবের পর টেস ওখান থেকে তাঁর নিজের বাড়ি মারলটে ফিরে আসে। কিছুদিনে পর টেসের একটি ছেলে হয়। টেস তাঁর নাম রাখে সরো(Sorrow). কিছু দুর্ভাগ্যবশত জন্মের কিছুক্ষণের মধ্যেই সরো মারা যায়। এরপর টেস অনেকদিন যাবত কাজকর্ম করতে পারেনা, কোনকিছুতেই তাঁর মন বসে না। অবশেষে সে একটা ডেইরি ফার্মে দুধ দোয়ানোর চাকরি নেয়৷ সেখানে টেস তাঁর মতো আরো তিনজন বান্ধবীকে খুঁজে পায়ঃ- মারিয়ান, রেটি ও ইয। আর সেখানে টেস অ্যাঞ্জেল ক্লেয়ার নামে এক ভদ্রলোকের দেখা পায়৷ মূলত অ্যাঞ্জেলের নিকটে যে কয়টি গরু ছিলো টেসের দায়িত্ব ছিলো সেগুলো থেকে দুধ সংগ্রহ করা।


তাই খুব শীঘ্রই টেসের সাথে অ্যাঞ্জেলের বেশ ভাব জমে গেল। ক্রমে ক্রমে তাঁরা দু'জন দু'জনার প্রেমে পড়ে৷ যদিও টেস সিদ্ধান্ত নিয়েছিলো আর কখনও বিয়ে করবে না কিন্তু অ্যাঞ্জেলের ভালেবাসার কাছে টেসের প্রতিজ্ঞা হার মানে। শেষমেশ টেস, অ্যাঞ্জেলের দেয়া বিয়ের প্রস্তাব গ্রহণ করে। টেস তাঁর মাকে সেই প্রস্তাবের কথা চিঠিতে জানায়। সেই মুহুর্তে টেসের থেকে সুখী কেউ ছিলো না। কিন্তু টেস ভাবে তাঁর অতীত স্মৃতির কথা অ্যাঞ্জেলকে জানানো প্রয়োজন কারণ সে অ্যাঞ্জেলকে ঠকাতে চায় না৷ তাই টেস একটি চিঠিতে তাঁর অতীত সম্পর্কে লিখে অ্যাঞ্জেলের দরজার নিচে চিঠিটা রেখে দেয়।


কিন্তু অ্যাঞ্জেল সে চিঠি খুঁজে পায়না তাই সত্যিটা অ্যাঞ্জেলের তখনও অজানা রয়ে যায় আর ওদিকে টেস ভাবে অ্যাঞ্জেল হয়তো তাঁর চিঠিটা পড়েছে এবং তাঁকে ক্ষমা করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই টেস ও অ্যাঞ্জেলের বিয়ে হয়। বেশ কিছুদিন তাঁরা আনন্দে কাটাতে থাকে৷ একদিন অ্যাঞ্জেল টেসকে বলে যে লন্ডনের এক বয়স্ক মহিলার সাথে তাঁর(অ্যাঞ্জেলের) সম্পর্ক ছিল কিন্তু এখন সে শুধু টেসকেই ভালোবাসে। এটা শুনে টেস মনে মনে খুশী হয় আর অ্যাঞ্জেলকে ক্ষমা করে দেয় কেননা এখন যদি টেস তাঁর অতীত সম্পর্কে অ্যাঞ্জেলের কাছে বলে তাহলে অ্যাঞ্জেলও কিছু মনে করবে না।


তখন টেসও তাঁর অতীত সম্পর্কে অ্যাঞ্জেলের কাছে বলে কিন্তু অ্যাঞ্জেল এটা শোনার পর টেসকে ক্ষমা করতে পারেনা। তাই শীঘ্রই তাঁদের দু'জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। যাবার আগে অ্যাঞ্জেল টেসকে কিছু টাকা দিয়ে যায় আর বলে যায় টেস যেন আর তাঁর(অ্যাঞ্জেলের) সাথে যোগাযোগের চেষ্টা না করে যতক্ষণ পর্যন্ত না সে(অ্যাঞ্জেল) টেসের সাথে যোগাযোগ করে। অ্যাঞ্জেলকে হারিয়ে টেসের অবস্থা পাগলপ্রায়। ওদিকে আবার টেসের বাড়ি থেকে খবর আসে যে টেসের মা অসুস্থ তাই সে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে দেখে টেসের মা পুরোপুরি সুস্থ। সে টেসকে বাড়িতো আনার জন্যই এই ফন্দি এটেছিল।


কিন্তু কিছুদিন পরে টেসের বাবা মানে মিসেস ডার্বিফিন্ড মারা যায়। তখন গ্রামবাসীরা টেসদের তাড়িয়ে দেয় আর এই সুযোগ কাজে লাগায় অ্যালেক। সে টেসকে আশ্বাস দেয় যে সে(অ্যালেক) তাঁদের(টেসদের) সবার ভরণপোষণের দায়িত্ব নেবে। টেস উপায়ন্তর না পেয়ে অ্যাঞ্জেলের নিকট সাহায্য চেয়ে চিঠি লিখে কিন্তু কোন প্রতুত্তর না পেয়ে টেস অ্যাঞ্জেলের উপর রাগ হয়। আর অ্যালেকও টেসকে বলে যে অ্যাঞ্জেল আর কখনো ফিরে আসবে না।


তাই অনেক ভেবেচিন্তে টেস অবশেষে অ্যালেকের প্রস্তাবে তাঁর সাথে থাকতে রাজি হয়। এর কিছুদিন পর অ্যাঞ্জেল ফিরে আসে আর সে তাঁর ভুল বুঝতে পেরে টেসের খোঁজ করতে থাকে৷ অনেক খোঁজাখুঁজি করে অ্যাঞ্জেল, টেসের সন্ধান পায় কিন্তু সেখানে গিয়ে অ্যাঞ্জেল টেসের বর্তমান অবস্থা দেখে অ্যাঞ্জেল প্রথমে টেসকে চিনতে পারে না। পরে চিনতে পারলে অ্যাঞ্জেল, টেসের কাছে ক্ষমা চায় আর টেসকে তাঁর(অ্যাঞ্জেলের) সাথে ফিরে যেতে বলে৷ কিন্তু টেস, অ্যাঞ্জেলের প্রস্তাব প্রত্যাখ্যান করে।


অ্যাঞ্জেলকে ফিরিয়ে দিয়ে টেস মানসিকভাবে ভেঙে পড়ে। বিচ্ছেদ-বেদনা সহ্য করতে না পেরে টেস, অ্যালেককে ছুরিকাঘাত করে অ্যাঞ্জেল যে পথে গেছে সেই পথে ধাবিত হয়। কিছুদূর গিয়েই টেস, অ্যাঞ্জেলের দেখা পায়আর তাঁকে সব খুলে বলে। টেস এও বলে যে সে অ্যালেককে খুন করেছে। তখন অ্যাঞ্জেল ও টেস তড়িঘড়ি করে পালিয়ে যায়। ঘুরতে ঘুরতে তাঁরা একটি ঘরে আশ্রয় নেয় আর বেশকিছু রাত সেখানে কাটায়।


কিন্তু অ্যালেকের খুন হবার কথা ততদিনে ছড়িয়ে পড়েছে তাই পুলিশ টেসকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজতেছে। শেষমেশ টেস পুলিশের হাতে ধরা পড়ে ও অ্যালেককে খুন করার অপরাধে তাঁকে(টেসকে) মৃত্যুদন্ড দেয়া হয়। মৃত্যুর আগে টেস অ্যাঞ্জেলকে বলে যায় লিজা-লুকে দেখে রাখতে। টেস ও লিজা-লু দেখতে অবিকল একই রকম ছিল। টেসের কথামতো অ্যাঞ্জেল, লিজা-লুকে বিয়ে করে ও শান্তিতে ঘরসংসার করতে থাকে। এখানেই উপন্যাসটি সমাপ্ত হয়।


উপন্যাসটিতে মূলত দরিদ্র-পীড়িত সমাজের কথা বলা হয়েছে। কিভাবে একটি অসহায় মেয়ে তাঁর জীবন অতিবাহিত করে কতশত দুঃখ-কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে। প্রকৃতপক্ষে টেস নারীদের জন্য সংগ্রামী মনোভাব পোষণের একজন প্রতিনিধি।


পিডিএফ ডাউনলোড করুন or Download Pdf File



urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy, urbervilles by thomas hardy

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!