কুরআন ও হাদিসের আলোকে পাক পাঞ্জাতন | জানতে হলে পড়তে হবে | Pak Panjatan in the light of Quran and Hadith

Mofizur Rahman
0

কুরআন - হাদিসের আলোকে পাক পাঞ্জাতন | জানতে হলে পড়তে হবে

জানতে হলে পড়তে হবে, পাক পাঞ্জাতন অর্থ কি? এবং তাদের কে কেনো ভালোবাসি, পাক পান্জাতন বিষয়ে যা বলা হয়, তা কি সহিহ? কুরআন এবং হাদিসের আলোকে বর্ণনা।

কুরআন ও হাদিসের আলোকে পাক পাঞ্জাতন | জানতে হলে পড়তে হবে| Pak Panjatan in the light of Quran and Hadith


(toc)

  1. জেনে নিন পাক পাঞ্জাতন অর্থ কি?
  2. তাদের কে কেনো ভালোবাসি?
  3. পাক পান্জাতন বিষয়ে যা বলা হয় তা কি সহিহ?


পাক পাঞ্জাতন এর পরিচয়ঃ

পাক- অর্থ:-পবিত্র, পাঞ্জা- অর্থ:- ৫ জন, এবং তন অর্থ:-- বডি বা শরীর। সুতারাং পাক পাঞ্জাতন অর্থ:- ৫টি পবিত্র অস্তিত্ব। যারা সব সময় পাক পবিএ থাকে বা যাদের মাঝে নাপাকের কোনো চিহ্ন পাওয়া যায় না। তাদের কে বলা হয় পাক পাঞ্জাতন।

পাক পাঞ্জাতন কারা?

এই ৫ জন কে বলা হয় পাক পাঞ্জাতন:-

  1. নাম্বার :- আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
  2. নাম্বার :- হযরত আলী (রাঃ)।
  3. নাম্বাব:- হযরত মা ফাতেমা (রাঃ)।
  4. নাম্বার :-হযরত ইমাম হাসান (রাঃ)।
  5. নাম্বার:- হযরত ইমাম হোসাইন (রাঃ)।

আহলে বায়তের মর্যাদা

انما يريد الله ليذ هب عنكم الرجس اهل البيت ويطهر كم تطهيرا .
অর্থ:- হে নবীর পরিবার! আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিএতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরুপে পবিএ করতে। ( সুরা আহযাব -৩৩)

আল্লাহ তায়ালা অন্যএ ইরশাদ করেন-

قل لا اسالكم عليه اجراالا المودة في القربي
অর্থ:- আল্লাহ পাক বলেন "হে আমার প্রিয় হাবীব  আপনি বলুন -  হে মানব সম্প্রদায়, আমি তোমাদের থেকে আমার রিসালাতের  পরিশ্রমিক এর বিনিময়ে কোন প্রতিদান চাইনা।  শুধু আমার (কোরবা)  হযরত আলী (রাঃ), হযরত ফাতেমা (রাঃ), হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (রাঃ) --মুয়াদ্দাত (আনুগত্যপূর্ণ ভালোবাসা)  ব্যতীত।

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), মা ফাতেমা (আঃ) সম্পকে বলেছেন?

انمافاطمهة بضعة مني يوءذيني مااذاها
অর্থ:- নিশ্চয়ই ফাতেমা আমার প্রাণের টুকরো, তাঁকে যে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। ( সহি মুসলিম - ৭/১৪০)

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হযরত আলী (রাঃ) সম্পর্কে বলেছেন?

انت مني وانامنك
অর্থ:- তুমি আমি হতে আর আমি তোমা হতে. (সহি বুখারী- ২/২১০)

প্রিয় নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হযরত হাসান ও হুসাইন (রাঃ) সম্পর্কে বলেছেন?

اللهم اني احبهما فا حبهما
অর্থ:- হে আল্লাহ আমি হাসান - হুসাইনকে অন্তর দিয়ে মহব্বত করি।  সুহরাং, আপনিও তাঁদেরকে ভালোবাসুন। ( তিরমিযি শরিফ)

  • প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হযরত হাসান ও হুসাইন (রাঃ) সম্পর্কে আরো বলেছেন:-
الحسن والحسين مني .. من احبهما فقد احبني ومن ابغضهما فقد ابغضني
অর্থ:- হযরত হাসান এবং হোসাইন (রাঃ) আমি নবীজী থেকে। সুতরাং যে ব্যক্তি তাঁদেরকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি তাঁদের সাথে শত্রুতা করবে, সে অবশ্যই স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা করলো।

  • হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হোসাইন( রাঃ) এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরশাদ ফরমায়েছেন:-
الحسين مني وانا من الحسين
অর্থ:- হযরত হোসাইন (রাঃ) আমি নবীজী থেকে আর আমি নবীজীও হযরত হোসাইন (রাঃ)থেকে।
  • প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)  এর নূরানী জবানের ঘোষণাঃ নবীজির সাহাবী আবু যর  ( রাঃ) হতে বর্ণিত তিনি বলেন - নিশ্চয়ই আমার আহলে বাইতগণ তোমাদের জন্য হযরত নূহ (আঃ) এর কিস্তির মত। এতে যারা আরোহন করবে তারাই মুক্তি পাবে। আর যারা আরোহন করবেনা তারা ডুবে ধংশ হয়ে যাবে। অর্থাৎ যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা বা বিরোধিতা করেছে তারা ধংস হয়েগেছে (মিশকাত শরীফ পৃষ্টা নং- ৫৭৩)
  • এই জন্য আমরা ওনাদের  সন্তষ্টি অর্জনের আশা আহলে বাইত পাক পাঞ্জাতন (আঃ) এর গোলামী করি।
★ আমি পাক পাঞ্জাতন কে ভালোবাসি আমার জানের থেকে বেশি। তবে কোনো সাহাবীদের সাথে শত্রুতা করে বা বিরোধিতা করে নয়।
পাক পাঞ্জাতন আমার জান।
পাক পাঞ্জাতন আমার পান।
পাক পাঞ্জাতনের জন্য দিতে পারি আমার জান কোরবান ।
আমি নবীর প্রেমের ভিক্ষারী।

পাক পান্জাতন বিষয়ে যা বলা হয়, তা কি সহিহ?

بسم الله الرحمن الرحيم
পাক পাঞ্জাতন এটির বাংলা অনুবাদ হল, পাঁচ পবিত্র ব্যক্তি। এটি শিয়াদের একটি বিশেষ আকীদা। যার দ্বারা তারা উদ্দেশ্য নিয়ে থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাঃ, হযরত ফাতিমা রাঃ, হযরত হাসান রাঃ, হযরত হুসাইন রাঃ। এ ৫জনকে মিলিয়ে তারা পাক পাঞ্জাতন বলে থাকে। এর মানে এ পাঁচ ব্যক্তিত্ব পবিত্র।

বাহ্যিকভাবে এ দাবীতে কোন সমস্যা নেই। কারণ, আমাদেরও আকীদা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসূম তথা নিষ্পাপ। আর বাকি সাহাবাগণ মাহফূজ তথা গোনাহ করেছেন, কিন্তু তাদেরকে গোনাহের উপর অটল থাকতে আল্লাহ দেননি। তাই এ হিসেবে তারাও পবিত্র।


কিন্তু শিয়ারা নবীসহ বাকি চার সাহাবার নাম নিয়ে অবশিষ্ট সমস্ত সাহাবাদের প্রতি অপবিত্রতার ইংগিত করে থাকে। অথচ কুরআনের আয়াতের দ্বারা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণকে আহলে বাইত সাব্যস্ত করে তাদেরও পবিত্র হিসেবে কুরআনে ঘোষণা করা হয়েছে।

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا 


হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে আহলে বাইত তথা নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে। {সূরা আহযাব-৩২,৩৩}


তাছাড়া নবী ছাড়াও তাদের বিশ্বাসে ইমামদেরও মাসূম বা নিষ্পাপ মনে করে। যা সুষ্পষ্ট কুফরী আকীদা।
এ কারণে পাক পাঞ্জাতন শব্দটি প্রকৃত মুসলমানদের ব্যবহার করা উচিত নয়। কারণ, এর মাঝে শিয়াদের কুফরী আকীদা লুকায়িত রয়েছে।

عن ابى سعيد الخدرى رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا أصحابى، فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه (صحيح مسلم، فضائل الصحابة، باب تحريم سب الصحابة-2/320، رقم-2540)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!