প্রাচীন সভ্যতার ইতিহাস বিগত সালের প্রশ্ন ও সমাধান - History of ancient civilizations
জাতীয় বিশ্ববিদ্যালয়
বি.এ. অনার্স ২য় বর্ষ
ইতিহাস বিভাগ (Department of History)
বিষয়: প্রাচীন সভ্যতার ইতিহাস (221505)
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৫
ক) কোনো ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ Civitas থেকে।
খ) মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: হোমোসোপিয়াস।
গ) হীব্র শব্দের অর্থ কী?
উত্তর: নিচু বংশ বা যাযাবর।
ঘ) হায়রোগ্লিফিক কী?
উত্তর: মিশরীয় লিপি ।
ঙ) ফিনিশীয় নামের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক শব্দ Phoenix থেকে।
চ) মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: সুমেরীয়।
ছ) ইলিয়ড ও ওডেসি কে রচনা করেন?
উত্তর: কবি হোমার ।
জ) স্পার্টা শব্দের অর্থ কি?
উত্তর: কর্ষিত বা বোনা জমি
ঝ) সাত দিনে সপ্তাহ-প্রথম কারা আবিষ্কার করেন?
উত্তর: মিশরীয়রা।
ঞ) সাইরাস কে ছিলেন?
উত্তর: দিগবিজয়ী পারস্য সম্রাট।
ট) রোমান আইনের জনক কে?
উত্তর: মিসেরো।
ঠ) প্রাচীন সভ্যতায় কোন দেশ প্রথম সিভিল সার্ভিস চালু করে?
বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৬
ক) প্রাচীন মানব গোষ্ঠীর নাম কী?
উত্তর: কোম্যাগন মানব
খ) "প্রতিকূলতা ও মোকাবেলা” তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: ঐতিহাসিক আনর্ল্ড জে. টয়েনবি।
গ) কৃষি পদ্ধতি আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর: নব্য প্রস্তর যুগে।
ঘ) সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
উত্তর: খুপুর পিরামিড।
ঙ) Fertile Crescent শব্দের অর্থ কী?
উত্তর: উর্বর অর্ধচন্দ্রাকার।
চ) সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কি? .
উত্তর: গিলগামেশ ।
ছ) এ্যাসিরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আসুরউবল্লিতে। আঙ্গুরবানি পাল
জ) জরাস্টার কে?
উত্তর: জরাস্টার পারস্যের ধর্মীয় নেতা ও জরষ্ট্রবাদ ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন।
ঝ) লাওসে কে ছিলেন?
উত্তর: চীনের দার্শনিক ও তাওবাদের প্রতিষ্ঠাতা ।
ঞ) প্লেবিয়ান কারা?
উত্তর: ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকদের সমন্বয়ে গঠিত সাধারণ নাগরিক।
ট) পেরিক্লিস কে ছিলেন?
উত্তর: এথেন্সীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক।
ঠ) রোম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ইতালির টাইবার নদীর তীরে।
বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৭
ক) Homo Sapiens-এর অর্থ কী?
উত্তর: মানুষ ।
খ) নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?
উত্তর: ঢাকা।
গ) নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: গর্ডন চাইল্ড
ঘ) প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল?
উত্তর: ফারাও।
ঙ) লিপইয়ার প্রথম কারা আবিষ্কার করে?
উত্তর: মিশরীয়রা।
চ) সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সম্রাট ডুঙ্গি ।
ছ) বর্ণমালা আবিষ্কার করে কারা?
উত্তর: ফিনিসীয়রা
জ) হোমার কে ছিলেন?
উত্তর: গ্রিসের কবি
ঝ) হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর: আলেকজান্দিয়াতে।
ঞ) প্রাচীন সভ্যতায় কোন দেশ প্রথম সিভিল সার্ভিস চালু করে।
উত্তর: চীন দেশে।
ট) কে রোম নগরী প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রোমিউলাস।
ঠ) জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর: রোমান সম্রাট।
বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৮
ক) সর্বাপেক্ষা প্রাচীন মানব গোষ্ঠীর নাম কী?
উত্তর: কোম্যাগন মানব । কো জাগলন মনের
ধ) সংস্কৃতি কী?
উত্তর: মানুষের ধ্যানধারণা, মূল্যবোধ ও পার্থিব উপকরণের সামগ্রিক রূপই সংস্কৃতি ।
গ) প্রাচীন মিশরীয়দের কাগজ তৈরির উপকরণ কী?
উত্তর: প্যাপিরাস।
ঘ) “নীলনদের উপত্যকায় কৃষি কাজের প্রথম উদ্ভব হয়েছিল”- উক্তিটি কার?
ঙ) ব্যবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট নেবুচাঁদনেজার।
চ) হায়রোগিফিক কী?
উত্তর: মিশরীয় লিপি।
ছ) 'স্পার্টা' শব্দের অর্থ কী?
উত্তর: কর্ষিত বা বোনা জমি।
জ) সর্বপ্রথম কোথায় চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়?
উত্তর: সর্বপ্রথম মেসোপটেমিয়াতে চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়।
ঝ) সামরিক জাতি কারা?
উত্তর: সামরিক জাতি এসেরীয়রা।
ঞ) রেমান আইনের জনক কে?
উত্তর: সিসেরো।
ট) সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
উত্তর: খুপুর পিরামিড।
ঠ) প্রাচীন সভ্যতায় কোন দেশ প্রথম সিভিল সার্ভিস চালু করে?
উত্তর: চীন দেশে।
বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৯
ক) কোন ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটি উৎপত্তি হয়েছে? (In which Latin word the word 'civilization' derived from?)
উত্তর: Civitas.
খ) 'প্রতিকূলতা ও মোকাবিলা' তত্ত্বের প্রবর্তক কে? (Who is the introducer of 'Challenge and Response' theory?)
উত্তর: ঐতিহাসিক আনন্ড জে. টয়েনবি।
গ) মানুষের বৈজ্ঞানিক নাম কি? (What is the scientific name of man?)
উত্তর: হোমোসেপিয়ান্স (Homo sapiens)।
ঘ) নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী? (What is the main invention of Neolithic Age?)
উত্তর: ঢাকা ।
ঙ) ফারাও এর অর্থ কী? (What is the meaning of Pharaoh ?)
উত্তর: বড় বাড়ি বা রাজবাড়ি।
চ) মিশরে একেশ্বরবাদ কে প্রতিষ্ঠা করেন? (Who established monotheism in Egypt?)
উত্তর: আমেন হোটেপ ।
ছ) সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of the Sumerian Law?)
উত্তর: সম্রাট ভুঙ্গি
জ) 'সাত দিনে এক সপ্তাহ' প্রথম কারা আবিষ্কার করেন? (Who introduced of 'seven days a week'?)
উত্তর: সুমেরীয়রা।
ঝ) মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে ওঠে? (Which civilization was developed first in Mesopotamia?)
উত্তর: সুমেরীয়।
ঞ) ব্যবিলনীয় সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? (Who founded the Babylonian Empire?)
উত্তর: প্রথম সারগণ ও রাজা হাম্মুরাবি।
ট) বর্ণমালা আবিষ্কার করে কারা? (Who invented the alphabets?)
উত্তর: ফনিশীয়রা
ঠ) The Origin of Species' গ্রন্থের লেখক কে? (Who is the writer of the book 'The Origin of Species'?) উত্তর: 'The Origin of Species' গ্রন্থের লেখক চার্লস ডারউইন ।