দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক ও সমাধান - History of South Asia Questions Banks & Solutions

Mofizur Rahman
0

 দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক ও সমাধান - History of South Asia Questions Banks & Solutions For 2nd Year

দক্ষিণ এশিয়ার ইতিহাস | অনার্স ২য় বর্ষ, বিগত সালের প্রশ্ন সমাধান, History of South Asia- 2nd year

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স দ্বিতীয় বর্ষ
পরীক্ষা- ২০১১ থেকে ২০১৯
বিষয় কোডঃ 1562
ইতিহাস বিভাগ
বিষয়ঃ দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭ খ্রিঃ পর্যন্ত)

দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক ও সমাধান - History of South Asia Questions Banks & Solutions
(toc)

দক্ষিণ এশিয়ার ইতিহাস (History of South Asia)

বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১১ (ক-বিভাগ)

(ক) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ লোদী বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম খান লোদী।

(খ) সম্রাট বাবরের পূর্ণ নাম কী?
উত্তরঃ সম্রাট বাবরের পূর্ণ নাম জহিরুদ্দীন মুহাম্মদ বাবর।

(গ) তুযুক-ই-বাবর কী?
উত্তরঃ তুযুক-ই-বাবর হচ্ছে সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ

(ঘ) হুমায়ুন শব্দের অর্থ কী?
উত্তরঃ হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

(ঙ) 'হুমায়ূননামা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ 'হুমায়ূননামা' গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।

(চ) শেরশাহের পিতার নাম কী?
উত্তরঃ শেরশাহের পিতার নাম হাসান শুর।

(ছ) ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন সম্রাট শের শাহ।

(জ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।

(ঝ) ‘আকবরনামা' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ‘আকবরনামা' গ্রন্থটির রচয়িতা আবুল ফজল।

(ঞ) মানসিংহ কে ছিলেন?
উত্তরঃ মানসিংহ ছিলেন সম্রাট আকবরের অন্যতম সভাসদ ও সেনাপতি।

(ট) সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কি ছিল?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম ছিল সেলিম।

(ঠ) নূরজাহানের পূর্বনাম কী?
উত্তরঃ নূরজাহানের পূর্বনাম মেহের-উন-নেসা।

(ড) দেওয়ান-এ আম কে নির্মাণ করেন?
উত্তরঃ দেওয়ান-এ আম নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান।

(ঢ) তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তরঃ তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ ঈসা।

(ণ) কোন মোগল সম্রাটকে “জিন্দাপীর” বলা হয়?
উত্তরঃ মোগল সম্রাট আওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়।

(ত) “দাক্ষিণাত্য একই সংগে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল।”-উক্তিটি কার।
উত্তরঃ “দাক্ষিণাত্য একই সংগে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল।”-উক্তিটি করেন ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

(থ) মোঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী কি ছিল?
উত্তরঃ আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী ছিল সুবাদার।

(দ) ভারতবর্ষে আসার জলপথ প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা।

(ধ) ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তরঃ ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে গঠিত হয়।

(ন) কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চার্নক নামক ইংরেজ ব্যবসায়ী।

(প) ওলন্দাজরা কোন দেশ থেকে ভারতে আগমন করে?
উত্তরঃ ওলন্দাজরা ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে ভারতে আগমন করে।

(ফ) ডুপ্লে কে ছিলেন?
উত্তরঃ ডুপ্লে ছিলেন একজন ফরাসী সেনাধ্যক্ষ, যিনি- ১৭৩১-১৭৪২ সাল পর্যন্ত চন্দননগরের শাসনকর্তা এবং পরবর্তীতে পন্ডিচেরীর গর্ভনর নিযুক্ত হন।

(ব) কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসী আধিপত্য নষ্ট হয়?
উত্তরঃ ৩য় কর্ণাটের যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসী আধিপত্য নষ্ট হয়।

(ভ) চন্দন নগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ চন্দননগর হুগলি নদীর তীরে অবস্থিত।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১২ (ক-বিভাগ)

(ক) বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
উত্তরঃ বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন দৌলত খান লোদী।

(খ) 'বাবুর' কে ছিলেন?
উত্তরঃ বাবুর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

(গ) শেরশাহের বাল্য নাম কি ছিল?
উত্তরঃ শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ।

(ঘ) শেরশাহকে কোথায় সমাহিত করা হয়?
উত্তরঃ শেরশাহকে প্রথম সমাধিস্থ করা হয় কালীঞ্জরে, পরবর্তীতে সাসারামে।

(ঙ) 'মাহাম আনাগা' কে ছিলেন?
উত্তরঃ মাহাম আনাগা ছিলেন আকবরের ধাত্রী মাতা।

(চ) তবাকাত-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ তবাকাত ই আকবরী গ্রন্থটি নিজামউদ্দিন বখশী রচনা করেন।

(ছ) বৈরাম খানের উপাধি কি ছিল?
উত্তরঃ বৈরাম খানের উপাধি ছিল খান-ই-খানান।

(জ) নুরজাহানের পিতার নাম কি?
উত্তরঃ নূরজাহানের পিতার নাম মির্জা গিয়াস বেগ।

(ঝ) সম্রাট শাহজাহানের কন্যাদ্বয়ের নাম কি?
উত্তরঃ সম্রাট শাহজাহানের কন্যাদ্বয়ের নাম জাহানারা ও রওশন আরা।

(ঞ) আওরঙ্গজেবের পূর্ণনাম কি?
উত্তরঃ আওরঙ্গজেবের পূর্ণ নাম মুহীউদ্দীন মুহাম্মদ আওরঙ্গজেব।

(ট) মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর।

(ঠ) পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পলাশীর প্রান্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত।


ক-বিভাগ বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৩ (ক-বিভাগ)

(ক) বাবরের আত্মজীবনীর নাম কি?
উত্তরঃ বাবর রচিত আত্নজীবনীমূলক গ্রন্থের নাম 'বাবুরনামা'

(খ) হুমায়ূন শব্দের অর্থ কি?
উত্তরঃ হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

(গ) শেরশাহের পিতার নাম কি?
উত্তরঃ শেরশাহের পিতার নাম হাসান শুর।

(ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়।

(ঙ) আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

(চ) সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কি ছিল?
উত্তরঃ সেলিম।

(ছ) তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তরঃ তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ ইসা।

(জ) কোন মোগল সম্রাটকে “জিন্দাপীর" বলা হয়?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবকে "জিন্দাপীর" বলা হয়।

(ঝ) শিবাজী কে ছিলেন?
উত্তরঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

(ঞ) সর্বশেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

(ট) কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ যব চার্নক।

(ঠ) জ্বপ্নে কে ছিলেন?
উত্তরঃ জোসেফ ডুপ্লে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৪ (ক-বিভাগ)

(ক) বাবুর শব্দের অর্থ কী?
উত্তরঃ বাবুর শব্দের অর্থ বাঘ।

(খ) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ লোদী বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহীম লোদী।

(গ) শেরশাহের বাল্য নাম কী ছিল?
উত্তরঃ শেরশাহের বাল্য নাম ফরিদ।

(ঘ) “হুমায়ূন নামা” গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ 'হুমায়ূননামা' গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।

(ঙ) 'গ্রান্ড ট্রাংক রোড' কে নির্মাণ করেন?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন সম্রাট শেরশাহ।

(চ) 'মনসব' শব্দের অর্থ কী?
উত্তরঃ 'মনসব' শব্দের অর্থ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের পদমর্যাদা।

(ছ) বৈরাম খানের উপাধি কী ছিল?
উত্তরঃ বৈরাম খানের উপাধি ছিল খান-ই-খানান।

(জ) মানসিংহ কে ছিলেন?
উত্তরঃ আকবরের রাজপুত সেনাপতি।

(ঝ) “দাক্ষিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল” -উক্তিটি কার?
উত্তরঃ “দাক্ষিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল" -উক্তিটি V.A. Smith-এর।

(ঞ) ভারতবর্ষের আসার জলপথ প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা।

(ট) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৬০০ সালে।

(ঠ) পলাশীর প্রান্তর কোন নদীর অবস্থিত?
উত্তরঃ পলাশীর প্রান্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৫ (ক-বিভাগ)

(ক) বাবরে ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
উত্তরঃ দৌলত খান লোদী।

(খ) বাবরের পিতা নাম কী?
উত্তরঃ ওমর শেখ মীর্জা।

(গ) 'হুমায়ুন' শব্দের অর্থ কী?
উত্তরঃ হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

(ঘ) “কবুলিয়ত ও পাট্টা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ শেরশাহ।

(ঙ) “টোডরমল” কে ছিলেন?
উত্তরঃসম্রাট আকবরের রাজস্বমন্ত্রী।

(চ) “আকবরনামা” গ্রন্থটি রচয়িতাকে?
উত্তরঃ আবুল ফজল।

(ছ) আকবরের প্রবর্তিত ধর্মের নাম কী?
উত্তরঃ দ্বীন-ই-ইলাহী।

(জ) তাহমহল কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহনে।

(ঝ) তুজুক-ই-জাহাঙ্গীরীর রচয়িতা কে?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর।

(ঞ) সম্রাট শাহজাহানের পুত্রদের নাম লিখ।
উত্তরঃ (ক) দারা শেকোহ্, (খ) গুজা, (গ) আওরঙ্গজেব ও (ঘ) মুরাদ।
(ট) আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭০৭ সালে।

(ঠ) ১৭৫৭ সাল কেন বিখ্যাত?
উত্তরঃ পলাশী যুদ্ধের কারণে।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৬ (ক-বিভাগ)

(ক) বাবরের আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ বাবুরের রচিত আত্নজীবনীমূলক গ্রন্থের নাম বাবুরনামা।

(খ) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ লোদী বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহীম লোদী।

(গ) শেরশাহের বাল্যনাম কী ছিল?
উত্তরঃ ফরিদ।

(ঘ) 'গ্র্যান্ড ট্রাংক রোড' কে নির্মাণ করেন?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন সম্রাট শেরশাহ।

(ঙ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়

(চ) আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

(ছ) 'মনসব' শব্দের অর্থ কী?
উত্তরঃ 'মনসব' শব্দের অর্থ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের পদমর্যাদা।

(জ) মানসিংহ কে ছিলেন?
উত্তরঃ আকবরের রাজপুত সেনাপতি।

(ঝ) তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তরঃ তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ ইসা।

(ঞ) কোন মোঘল সম্রাটকে 'জিন্দাপীর' বলা হয়?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবকে "জিন্দাপীর" বলা হয়।

(ট) ভারতবর্ষে আসার জলপথ প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা।

(ঠ) কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ যব চার্নক।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৭ (ক-বিভাগ)

(ক) 'বাবুর' শব্দের অর্থ কি?
উত্তরঃ বাঘ।

(খ) 'হুমায়ুন নামা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ূন নামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম।

(গ) 'কবুলিয়ত ও পাট্টা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ শেরশাহ।

(ঘ) ‘টোডরমল' কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী।

(ঙ) সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কি ছিল?
উত্তরঃ সেলিম।

(চ) আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি?
উত্তরঃ দ্বীন-ই-ইলাহী।

(ছ) সম্রাট শাহজাহানের পুত্রদের নাম লিখ।
উত্তরঃ সম্রাট শাহজাহানের চার পুত্রের নাম হচ্ছে; দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ।

(জ) শিবাজী কে ছিলেন?
উত্তরঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

(ঝ) ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত?
উত্তরঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ সালে।

(ঞ) ডুপ্লেক্স কে ছিলেন?
উত্তরঃ জোসেফ ডুপ্লে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর।

(ট) পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পলাশীর প্রান্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

(ঠ) সর্বশেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ ২য় বাহাদুর শাহ।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৮ (ক-বিভাগ)

(ক) বাবরের আত্মজীবনীর নাম কি?
উত্তরঃবাবরের আত্মজীবনীর নাম 'তুযুক-ই-বাবর' বা "বাবুরনামা'

(খ) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গোনী বংশের প্রতিষ্ঠাত ছিলেন-বাহালুল লোদী।

(গ) 'হুমায়ুন' শব্দের অর্থ কি?
উত্তরঃ হুমায়ন শব্দের অর্থ 'ভাগ্যবান'।

(ঘ) হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ূননামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম।

(ঙ) ‘গ্রান্ড ট্রাংক রোড' কে নির্মাণ করেন?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন সম্রাট শেরশাহ।

(চ) 'আইন-ই-আকবরী' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা আবুল ফজল

(ছ) বৈরাম খান কে ছিলেন?
উত্তরঃ বৈরাম খান ছিলেন আকবরের অভিভাবক।

(জ) 'মনসব' শব্দের অর্থ কী?
উত্তরঃ 'মনসব' শব্দের অর্থ পদমর্যাদা

(ঝ) নূরজাহান কে ছিলেন?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা-স্ত্রী।

(ঞ) আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ আওরঙ্গজেব ১৭০৭ সালে মৃত্যুবরণ করেন।

(ট) নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি?
উত্তরঃ নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম- মীজ মুহাম্মদ হাশিম জয়নুদ্দিন খান।

(ঠ) আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি।


বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৯ (ক-বিভাগ)

(ক) বাবুর শব্দের অর্থ কী? (What is the meaning of the word Babur?)
উত্তরঃ বাঘ।

(খ) বাবুরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন? (Who was the ruler of Panjab before the invasion of Babur?)
উত্তরঃ দৌলত খান লোদী।

(গ) সম্রাট হুমায়ুনের পূর্ণনাম কী? (What is the full name of Emperor Humayun?)
উত্তরঃ নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ূন।

(ঘ) কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? (Who introduced kabuliyat and patta?)
উত্তরঃ শেরশাহ।

(ঙ) আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে? (Who was the author of the book 'Akbarnama'?)
উত্তরঃ আবুল ফজল।

(চ) আবুল ফজল কে ছিলেন? (Who was Abul Fajal?)
উত্তরঃ আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিলেন।

(ছ) মানসিংহ কে ছিলেন? (Who was Mansingha?)
উত্তরঃ আকবরের রাজপুত সেনাপতি।

(জ) তুজুক-ই-জাহাঙ্গীরের রচয়িতা কে? (Who is the writer of Tujuk-i-Jahangir?)
উত্তরঃ তুযুক-ই-জাহাঙ্গীর গ্রন্থটি রচনা করেন সম্রাট জাহাঙ্গীর।

(ঝ) সম্রাট শাহজাহানকে কোথায় সমাহিত করা হয়েছে? (Where Emperor Shahjahan was buried?)
উত্তরঃ তাজমহলে সমাহিত করা হয়েছে।

(ঞ) মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল? (What was the title of the provincial administrator during the Mughal period?)
উত্তরঃ মোঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী ছিল সুবেদার।

(ট) ভারতবর্ষে আসার জলপথ প্রথম কে আবিষ্কার করেন? (Who discovered the sea-route to come India at first?)
উত্তরঃ পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা

(ঠ) ১৭৫৭ সাল কেন বিখ্যাত? (Why the year 1757 is famous ? )
উত্তরঃ পলাশী যুদ্ধের কারণে।


দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক, দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক, দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক, দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক,দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক, দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রশ্নব্যাংক

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close