বিগত সালের প্রশ্ন সমাধান - দক্ষিণ এশিয়ার ইতিহাস - History of South Asia

Mofizur Rahman
0

বিগত সালের প্রশ্ন সমাধান - দক্ষিণ এশিয়ার ইতিহাস - History of South Asia For National University - Degree 1st year


জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি  ১ম বর্ষ / Degree 1st year
ইতিহাস দ্বিতীয় পত্র
বিষয়ঃ দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৬৫)
বিষয় কোডঃ 111505
পরীক্ষার সাল-২০১৪ থেকে ২০১৭
(toc)
বিগত সালের প্রশ্ন সমাধান - দক্ষিণ এশিয়ার ইতিহাস - History of South Asia, Degree 1st year,  history of south Asia pdf, south Asia book

দক্ষিণ এশিয়ার ইতিহাস বিগত সালের প্রশ্ন সমাধান

বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৪ (ক-বিভাগ)

(ক) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ লোদী বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদী।

(খ) বাবর কে ছিলেন?
উত্তরঃ বাবুর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

(গ) হুমায়ূন শব্দের অর্থ কি?
উত্তরঃ হুমায়ুন শব্দের অর্থ 'ভাগ্যবান'।

(ঘ) শেরশাহের বাল্যনাম কি ছিল?
উত্তরঃ ফরিদ।

(ঙ) আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

(চ) তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।

(ছ) কোন মোঘল সম্রাটকে 'জিন্দাপীর' বলা হয়?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবকে।

জ) কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ যব চার্নক।

(ঝ) 'ডুপ্লে' কে ছিলেন?
উত্তরঃ ডুপ্লে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গর্ভনর।

(ঞ) মীর কাশিম কে ছিলেন? 
উত্তরঃ মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা।

(ট) শিবাজী কে ছিলেন?
উত্তরঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

(ঠ) দ্বৈতশাসন কে প্রবর্তন করেন?
উত্তরঃ রবার্ট ক্লাইভ।

বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৫ (ক-বিভাগ)

(ক) মুঘন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সম্রাট বাবর।

(খ) "হুমায়ুন নামা" গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ 'হুমায়ুননামা' গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।

(গ) গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ নির্মাণ করেন

(ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।

(ঙ) বৈরাম খানের উপাধি কি ছিল?
উত্তরঃ খান-ই-খানান।

(চ) টোডরমল কে ছিলেন?
উত্তরঃ টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী।

(ছ) নূরজাহানের পূর্ব নাম কী?
উত্তরঃ নূরজাহানের পূর্ব নাম মেহেরউন-নিসা।

(জ) সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

(ঝ) কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন?
উত্তরঃ ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।

(ঞ) কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তরঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ খ্রিস্টাব্দে।

(ট) পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

(ঠ) বক্সরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৬৪ সালে।

বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৬ (ক-বিভাগ)

(ক) ইব্রাহিম লোদী কে ছিলেন?
উত্তরঃ লোদী বংশের শেষ শাসক।

(খ) “তুযুক-ই-বাবর” কী?
উত্তরঃ তুযুক-ই-বাবর হচ্ছে সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ।

(গ) ‘আকবরনামা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

(ঘ) মানসিংহ কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের সেনাপতি ছিলেন।

(ঙ) পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।

(চ) ‘মনসবদার' কথাটির অর্থ কী?
উত্তরঃ পদমর্যাদা।

ছ) কোন মুঘল সম্রাটকে “জিন্দাপীর” বলা হয়?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবকে।

(জ) কোন ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে?
উত্তরঃ পর্তুগীজরা

(ঝ) পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পলাশীর প্রান্তরে ১৭৫৭ সালের ২৩শে জুন।

(ঞ) তাজমহল কোথায় অবস্থিত?
উত্তরঃ আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত।

ট) দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তরঃ রবার্ট ক্লাইভ

ঠ) বাংলার শেষ নবাব কে ছিলেন?
উত্তরঃ নবাব সিরাজউদ্দৌলা।

বিগত সালের প্রশ্ন সমাধান- ২০১৭ (ক-বিভাগ)

(ক) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সম্রাট বাবর।

(খ) 'হুমায়ুননামা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ 'হুমায়ুননামা' গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।

(গ) 'গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উত্তরঃ 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' নির্মাণ করেন সম্রাট শের শাহ।

(ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়।

(ঙ) বৈরাম খানের উপাধি কি ছিল?
উত্তরঃ খান-ই-খানান।

(চ) নূরজাহান শব্দের অর্থ কি?
উত্তরঃ পৃথিবীর জ্যোতি।

(ছ) তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তরঃ তাজমহলের প্রধান স্থপতি উস্তাদ ঈসা।

(জ) কোন মুঘল সম্রাটকে 'জিন্দাপীর' বলা হয়?
উত্তরঃসম্রাট আওরঙ্গজেবকে।

(ঝ) শিবাজী কে ছিলেন?
উত্তরঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

(ঞ) কত সালে ইংরেজি ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তরঃব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ খ্রিস্টাব্দে।

(ট) পলাশী কোথায় অবস্থিত?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে।

(ঠ) বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৬৪ সালে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!