অভ্র কি-বোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম ও নিদের্শিকা - Avro Keyboard for Bangla Writing
যাদের ইংরেজি লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে এখন বাংলা লিখতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে আমার এই পিডিএফ ফাইলটা। আশাকরি আপনাদের কাজে আসবে।
অভ্র ফনেটিক ইংরেজি থেকে বাংলায় লেখার একটি উচ্চারণভিত্তিক বর্ণান্তর (Transliteration) পদ্ধতি। Fixed Keyboard Layout ভিত্তিক বাংলা লেখার পদ্ধতির চেয়ে অভ্র ফনেটিক দিয়ে বাংলা লেখা অনেক বেশি সহজ, কেননা এজন্য কোন কিবোর্ড লেআউট মুখস্থ করার প্রয়োজন নেই। কিছু সুনির্দিষ্ট কিন্তু অত্যন্ত সহজ নিয়ম অনুসরণ করে আপনি এই মুহূর্তে বাংলা টাইপিং এ অভ্যস্ত হয়ে উঠতে পারেন।
বাংলা লেখা শুরু করা:
১) অভ্র কিবোর্ড এ কিবোর্ড লেআউট হিসেবে Avro Phonetic ( English to Bangla) সিলেক্ট করুন।
২) কিবোর্ড মোড বাংলা কীবোর্ডে নিয়ে আসুন।
৩) এরপর নিচের নিয়ম অনুসরণ করে বাংলা লিখতে থাকুন।
সংক্ষেপে অভ্র ফনেটিকের বর্ণান্তর নিচের নিয়মে হয়ে থাকে। বিস্তারিত পরের পৃষ্ঠা থেকে পড়তে থাকুন। পিডিএফ ফাইলে বিস্তারিত দেখুন।