৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় গাইড/সমাধান - Class 6 Digital Technology Chapter 1 2024 ‍all answer

Mofizur Rahman
1

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় গাইড/সমাধান - Class 6 Digital Technology Chapter 1 ‍Guide/Solution 2024 PDF

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (উত্তর) - Class 6 Digital Technology Chapter 1 2023 ‍all answer

(toc)

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় সমাধান

৬ষ্ঠ শ্রেণি/Class 6 ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় সমাধান New Curriculum Textbooks Digital Technology Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য

সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়,  ১ম অধ্যায় উত্তর

আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতেই আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবো এবং সে সমস্যাগুলো কীভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটিও অনুসন্ধান করে অন্যদের সচেতন করবো।

সেশন- ১ : খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (উত্তর) - Class 6 Digital Technology Chapter 1 2023 ‍all answer

চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি।
তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কী কী নেবে।
তোমার যে তথ্যের প্রয়োজন, তা হলো- ‘কাল কী কী সেশন হবে’
তোমার উৎস হলো- তোমার ক্লাস/সেশন রুটিন
  • এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি, যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কী হতে পারে তা লিখি।

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (উত্তর) - Class 6 Digital Technology Chapter 1 2023 ‍all answer
উত্তর:- সারণি ১.২
৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (উত্তর) - Class 6 Digital Technology Chapter 1 2023 ‍all answer

আগামী সেশনের জন্য প্রস্তুতি এবং বাড়ির কাজ

৬ষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (উত্তর) - Class 6 Digital Technology Chapter 1 2023 ‍all answer

সেশন- ২: সমস্যা পেলাম, এবার খুঁজব সমাধান আছে কোথায়!

আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের কি মনে আছে আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশপাশের মানুষকে সচেতন করব? আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে। অর্থা ৎ যে তথ্যগুলো আমার চাই সেগুলো এখন আছে কোথায়? সেগুলোর উৎস কী?

তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়:-
১. মানবীয় উৎস
২. জড় উৎস

মানবীয় উৎস কী?

উত্তর:- মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে।

জড় উৎস কী?

উত্তর:- জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষ ণ করে তথ্য পেতে হচ্ছে।

এবার চলুন কিছু দরকারি তথ্য জেনে নেওয়া যাক-

১. বিশেষজ্ঞ: যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে। যেমন যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের
প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক, কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ।

২. অভিজ্ঞ ব্যক্তি: যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে, যেমন কৃষি বিষয় হলে কৃষক, কোনো নির্দিষ্ট রোগের ওপর হলে ওই রোগে আক্রান্ত রোগী।

৩. প্রত্যক্ষদর্শী: কোনো ঘটনা যে নিজে দেখেছে। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা।

৪. ভুক্তভোগী: যে বিষয়ের তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কেউ। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয়, তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক।

সেশন- ৩ : দলীয়ভাবে ঠিক করি, আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই


উত্তর:- নিচের পিডিএফ থেকে দেখে নিন।

বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিবো?

উত্তর:-  নিচের পিডিএফ থেকে দেখে নিন।

দলীয় আলোচনা ও সমস্যা/ বিষয়বস্তু চূড়ান্তকরণ

উত্তর:-  নিচের পিডিএফ থেকে দেখে নিন।


সারণি ১.৩, ১.৪ এবং ১.৫ সহ সম্পূর্ণ উত্তর  পিডিএফ থেকে দেখে নিন।


৬ষ্ঠ শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে জয়েন হতে নিচের লিংকে ক্লিক করুন।


Post a Comment

1Comments

  1. vaiya class 6 or 7 er sob subject pdf fild dawa jaba ki

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!