ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় উত্তর - ডিজিটাল সময়ের তথ্য, সামাধান | Class 6 Digital Technology Guide 2023- PDF

Mofizur Rahman
0

ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় উত্তর - ডিজিটাল সময়ের তথ্য, সামাধান | Class 6 Digital Technology Guide 2023- PDF

ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় উত্তর - ডিজিটাল সময়ের তথ্য, সামাধান | Class 6 Digital Technology Guide 2023- PDF
(toc)


Class 6
Digital Technology Books Notes
New Curriculum Textbooks Guide
New Guide 2023

শিখন অভিজ্ঞতা-১ (ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি)

প্রিয় শিক্ষার্থী, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন শিক্ষাক্রমের মাধ্যমে তোমাদের শিক্ষাজীবন শুরু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতেকলমে কাজ করা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষাকে আরো বেশি আনন্দঘন ও ফলপ্রসু করা। এখন তোমার শিক্ষা প্রতিষ্ঠান হবে তোমার বেড়ে উঠার এবং নিজেকে আরো বিকশিত করার সামাজিক কেন্দ্র। তোমরা এখন শুধুমাত্র এই বই থেকে শিখবে না, বরং এই বই থেকে নির্দেশনা নিয়ে তোমার আশেপাশের পরিবেশ, মানুষ এবং প্রযুক্তি থেকেও শিখবে।


শিখন অভিজ্ঞতা:- ১

সেশন ১ ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি

আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানান রকম
ঝামেলায় পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন।
কেমন হবে যদি আমরা ছোটরাও বড় বড় সমস্যার সমাধান করার চেষ্টা করি? বর্তমান সময়ে ডিজিটাল
প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। ষষ্ঠ
শ্রেণিতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কেজেনেছি। সপ্তম শ্রেণিতে আমরা তথ্যের মাধ্যমে সুবিধা
নেওয়ার জন্য তথ্যকে আরও গভীরভাবে জানার চেষ্টা করব।

তার আগে চল আমরা একটি গল্প পড়ি- 
শিশিরের বাবা শিশিরের জন্য নতুন জুতা কিনে এনেছে না। শিশির ও তার ছোট বোন তৃণা বাবা-
মায়ের সঙ্গে কাল শ্রীমঙ্গল বেড়াতে যাবে। অনেক দিন পর এত দূরে কোথাও বেড়াতে যাবে বলে শিশির
অনেক খুশি, এর মধ্যে আবার সে উপহার পেয়েছে সুন্দর জলপাই রঙের জুতা। কাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে ভাবতে ভাবতেই শিশির তার নতুন জুতা জোড়া পায়ে পরেই বিছানায় ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ শিশিরের ঘুম ভেঙে গেলো ইঁদুরের কিচকিচ শব্দে। শিশির ঘুম থেকে উঠে দেখতে পেল তার পড়ার রুমে যে ইঁদুরটি হঠাৎ হঠাৎ এক দৌড়ে এদিক থেকে ওদিক দৌড়াতে থাকে, সে ইঁদুরটি বিছানায় এসে শিশিরের নতুন জুতার সামনে চুপচাপ বসে আছে !

ডিজিটাল সময়ের তথ্য, শিখন অভিজ্ঞতা-১ (ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি) সকল সামাধান | Class 7 Digital Technology Guide 2023- PDF
শিশির ও ইঁদুর


শিশির এই ইঁদুরের নাম দিয়েছিলো ‘ধূমকেতু’। ধূমকেতুকে গত এক সপ্তাহে শিশির একবারও দেখেনি,
এতদিন পর ধূমকেতু এসে একেবারে ওর বিছানায় উঠে বসেছে ! শিশির বিরক্ত হলো খুব! একটু পর
শিশিরকে অবাক করে দিয়ে ধূমকেতু বলে উঠল ‘ও শ্রীমঙ্গল যাচ্ছ তোমরা তাহলে?’ শিশির একটু ভয় পেয়ে পা গুটিয়ে নিল কাথার নিচে। ধূমকেতু এখন ওভাবেই বসে আছে। এবার শিশিরের বিষ্ময় গিয়ে পৌঁছাল  সপ্তম আকাশে, যখন কাথার ভেতর থেকে নতুন জুতা বলে উঠল ‘হ্যাঁ হ্যাঁ, যাবে নাকি সঙ্গে? গেলে চল, শিশির তোমাকে তার পানির ফ্লাস্কে করে লুকিয়ে নিতে পারবে চাইলে, কী বল শিশির,পারবে না?’ ভয়ে শিশিরের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিলনা, অনঘ পা ঝাড়া দিয়ে কোনোরকমে জুতা জোড়া খুলে নিতে চাইলো...

এবার আমরা এই গল্প থেকে কিছুজিনিস বের করার চেষ্টা করব। প্রতিটি গল্প, ঘটনায় বা তথ্যে ৬টি
মৌলিক বিষয় থাকে, এটিকে বলে ৬ক বা 5W1H - কে, কী, কোথায়, কখন, কেন, কীভাবে এই
ছয়টি প্রশ্নের উত্তর এই গল্পে আছে কি না, আমরা খুঁজে বের করব। একটি করে উদাহরণ দেওয়া হলো,
বাকিগুলো আমরা গল্প থেকে খুঁজে বের করব।

উপরের যে সব শব্দ গুলো কালার করা হয়েছে সেগুলো থেকে ও আপনারা নিচের খালি ঘর গুলো পূরণ  করতে পারেন।

ডিজিটাল সময়ের তথ্য, শিখন অভিজ্ঞতা-১ (ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি) সকল সামাধান | Class 7 Digital Technology Guide 2023- PDF


২ এবং ৩ এর উত্তর নিচে দেওয়া হলো:-

ডিজিটাল সময়ের তথ্য, শিখন অভিজ্ঞতা-১ (ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি) সকল সামাধান | Class 7 Digital Technology Guide 2023- PDF


যে কোনো তথ্য উপস্থাপন করার সময় এই ছয়টি প্রশ্নের উত্তর যখন আমরা একসঙ্গে তুলে ধরতে পারব তখন ঐ বিষয় সম্পর্কে পরিপূর্ণবা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে আমরা আগের চেয়ে অনেক বেশি তথ্য প্রতি মুহূর্তেপেতে থাকি, এর কিছু কিছু তথ্য সব সময় সত্য হয় না। ভুলবশত আমরা যদি কোনো মিথ্যা তথ্য বিশ্বাস করে ফেলি তাহলে ছোট-বড় অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই যে কোনো তথ্য বিশ্বাস করা এবং সেই তথ্য অন্য একজনকে দেওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে, তথ্যটি সঠিক। আর তথ্যটি সঠিক কি না, এটি বোঝার জন্য এই ৬ক খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা যখন অন্য কাউকে তথ্য দেব, তখন লক্ষ্য রাখবো, আমার তথ্যের মধ্যে এই ৬ক এর উত্তর আছে কি না।

 

  • ৬ক বা 5W1H কি? এবং সেগুলো কি কি? What is WH Question? and What are they?

উত্তরঃ ৬টি মৌলিক বিষয় যেমন: (কে, কী, কোথায়, কখন, কেন, কীভাবে) এদেরকে ৬ক বা 5W1H বলে। 

৬ক বা 5W1H গুলো হলোঃ- 
  1. কে?
  2. কী?
  3. কোথায়?
  4. কখন?
  5. কেন?
  6. কীভাবে? ইত্যাদি।

বিস্তারিত নিচের পিডিএফ ফাইলে এড করা হলোঃ- এখনই ডাউনলোড করে নিন।




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close