চারপাশের লেখার সাথে পরিচিত হই - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান | Class 6 Bangla Solution Chapter 4 (PDF) 2023
মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় (চারপাশের লেখার সাথে পরিচিত হই) ছকসহ সমাধান
৬ষ্ঠ শ্রেণি/Class 6 বাংলা ৪র্থ অধ্যায় সমাধান New Curriculum Textbooks Bangla Chapter 4 Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।
চতুর্থ অধ্যায়: চারপাশের লেখার সাথে পরিচিত হই
বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো।
৫৫ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-১: (সাইনবোর্ড)
উপরের লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: উপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত।
লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: এটি একটি ওষুধের দোকান। এই দোকানটির নাম সবুজ ফার্মেসি এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়।
এর ব্যবহার কী?
উত্তর: কোন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনের বা দোকানের নাম পরিচয় তুলে ধরার জন্য ব্যবহার করা হয়।
৫৬ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-২ (পোষ্টার)
প্রশ্ন-১: উপরের লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: উপরের লেখাটি পোষ্টার নামে পরিচিত
প্রশ্ন-২: লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: পোষ্টারটি পড়ে বুঝলাম হাফিজ নামে একজন ব্যক্তির নির্বাচনি প্রতীক ফুলকপি মার্কা। ফুলকপি মার্কায় ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে।
প্রশ্ন-৩: এর ব্যবহার কী?
উত্তর: নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য এটি ব্যবহার করা হয়।
৫৭ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-৩:(ব্যানার)
উপরের লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: উপরের লেখাটি ব্যানার নামে পরিচিত
লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: ব্যানারটি পড়ে বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে।
এর ব্যবহার কী?
উত্তর: ব্যানার মূলত শোভাযাত্রায় কিংবা কোনো তথ্য বা বক্তব্য জানানোর জন্য ব্যবহৃত হয়।
৫৮ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-৪:(আমন্ত্রণপত্র)
উপরের লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: উপরের লেখাটি আমন্ত্রণপত্র নামে পরিচিত
লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: আমন্ত্রণপত্রটি পড়ে বুঝলাম গ্রন্থাগারে তিন বছর পূর্তি উপলক্ষ্যে বইমেলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এর ব্যবহার কী?
উত্তর: আমন্ত্রণপত্রের মাধ্যমে মূলত কোনো অনুষ্ঠানে অতিথিদেরকে আমন্ত্রণ জানানো জন্য ব্যবহার করা হয়।
৫৯ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-৫ (বিজ্ঞাপন)
খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি বিজ্ঞাপন নামে পরিচিত
লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: লেখাটি দেখে বুঝা যাচ্ছে নিমপাতার টুথপেস্ট দাঁতের যত্নে ব্যবহার করা উচিত।
এর ব্যবহার কী?
উত্তর: এর মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর বিজ্ঞাপনী প্রচারণা করা হয়।
৬০ নং পৃষ্ঠার উত্তর:
চিত্র-৬:( স্ক্রল)
উপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত?
উত্তর: উপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি স্ক্রল নামে পরিচিত
লেখাটি পড়ে কী বুঝলাম?
উত্তর: স্ক্রলে বাংলাদেশের ক্রিকেট টিমের এশিয়া কাপ জয়ের একটি নিউজ দেখাচ্ছে।
এর ব্যবহার কী?
উত্তর: স্ক্রল ব্যবহার করা হয় জনগুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ প্রচারের কাজে।
চারপাশের নানা রকম লেখা
সাইনবোর্ড কি বা কাকে বলে?
সাইনবোর্ড: কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম-পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর ব্ড লে। সাইনবোর্ডে অ্ডে নেক সময়ে প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে।
পোস্টার কি বা কাকে বলে?
পোস্টার: বড়ো আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড়ো হয়। নির্বাচনের সময়ে এটা বেশি দেখা যায়।
ব্যানার কি বা কাকে বলে?
ব্যানার: সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে।
ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে। কখনো কখনো টাঙিয়েও রাখা হয়।
আমন্ত্রণপত্র কি বা কাকে বলে?
আমন্ত্রণপত্র: কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে।
বিজ্ঞাপন কি বা কাকে বলে?
বিজ্ঞাপন: পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয়, তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও-ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে।
স্ক্রল কি বা কাকে বলে?
স্ক্রল: সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময়ে স্ক্রিনের নিচের দিকে সরু
লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্ক্রল বলে। স্ক্রলের
মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়।
নিজেরা করি
মনে করো, ‘সততা স্টোর’ নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো।
১। দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ডতৈরি করো।
২। দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও।
৩। তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো।
৪। দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো।
৫। দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো।
৬। দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল-বাক্য রচনা করো।
৬১ নং পৃষ্ঠার উত্তর:
দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করা হলো:-
উত্তরসহ সাইনবোর্ড এর ছবিটি পিডিএফ এ দেখুন।
দোকানের জন্য একটা পোষ্টার তৈরি করা হলো:-
উত্তরসহ পোষ্টার এর ছবিটি পিডিএফ এ দেখুন।
দোকানের জন্য একটা ব্যানার তৈরি করা হলো:-
উত্তরসহ ব্যানার এর ছবিটি পিডিএফ এ দেখুন।
দোকানের জন্য একটা আমন্ত্রণপত্র তৈরি করা হলো:-
উত্তরসহ আমন্ত্রণপত্রটির ছবিটি পিডিএফ এ দেখুন।
দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করা হলো:-
উত্তরসহ পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন এর ছবিটি পিডিএফ এ দেখুন।
দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল-বাক্য রচনা তৈরি করা হলো:-
সকল প্রকার নোট, সাজেশন, গল্প, উপন্যাস, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ যে কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সকল প্রকার নোটস পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেইসবুক ফেইজে।
Website Link ভিজিট করুন এখনই:- www.mmritbd.com
Facebook Page:- https://www.facebook.com/groups/537027731898202/
উত্তরসহ পিডিএফ তৈরি করেছি আমি
মোঃ মুফিজুর রহমান ---- বি.এ অনার্স (ইংরেজি) এম.এ মাস্টার্স (ইংরেজি) এবং এম. এ. কামিল (হাদিস)
যোগাযোগ:- 01851725814/01646661505 <<<<<<>>>>> পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করুন বা আমাদের ফেইসবুক ফেইজে গিয়ে ছবিসহ পোষ্ট করুন।
৪র্থ অধ্যায়ের সম্পূর্ণ উত্তর নিচের পিডিএফ থেকে দেখে নেন।
চারপাশের লেখার সাথে পরিচিত হই - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান | Class 6 Bangla Solution Chapter 4 (PDF) 2023, চারপাশের লেখার সাথে পরিচিত হই - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান | Class 6 Bangla Solution Chapter 4 (PDF) 2023, চারপাশের লেখার সাথে পরিচিত হই - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান | Class 6 Bangla Solution Chapter 4 (PDF) 2023