৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় সমাধান/গাইড PDF

Mofizur Rahman
0

চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র - ৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় সমাধান/গাইড | Class 6 Digital Technology Chapter 7 Guide/Solution PDF

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী
(toc)

মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় ছকসহ সমাধান

৬ষ্ঠ শ্রেণি/Class Six/6   ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় সমাধান New Curriculum Textbooks Digital Technology Chapter 7 Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।

শিখন অভিজ্ঞতা ৭ : চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র


সবারই জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের জরুরি সহায়তা বা তথ্য জানার প্রয়োজন হয়। এই সেবা আমরা ব্যক্তি বা সংস্থা হতে পাই। কিন্তু এর জন্য আমাদের কিছু বিষয় বিবেচনা করে ধাপে ধাপে সম্পন্ন করে সেবা নিতে হয়।

কীভাবে প্রয়োজনের সময় খুব সহজে আমরা জরুরি সেবা পাব সেই যোগ্যতাটি এই অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করব। তাছাড়া আমাদের বিদ্যালয়ে জরুরি সেবার একটি তথ্যকেন্দ্র থাকাটাও গুরুত্বপূর্ণ। সে জন্যও আমরা বিভিন্ন কাজের মাধ্যমে একটি জরুরি সেবার তথ্যকেন্দ্র সাজাব।

সেশন-১: জরুরি সেবার ধারণা এবং এলাকাভিত্তিক জরুরি সেবার তালিকা প্রস্তুত


প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। আগের অভিজ্ঞতাগুলোর মতো এখানেও আমরা ধাপে ধাপে কিছু কাজ করব। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু বিপদ আসে যার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে।

তখন আমাদেরকে সরকারের সংশ্লিষ্ট সংস্থা হতে সহায়তা প্রদান করা হয়। এই সেবা কার কাছ থেকে কীভাবে পাওয়া যায় সেসব তথ্যসমৃদ্ধ উপকরণ তৈরি করে আমাদের বিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে রেখে জরুরি সেবা তথ্যকেন্দ্র বানাব।

এই সেশনে আমরা যা শিখব তা ঠিক পরের মুহূর্ত থেকেই তোমাদের বাস্তবজীবনে হুবহু কাজে লাগবে। শুধু তাই নয়, আমরা যদি এই বিষয়টি ঠিকমতো শিখতে পারি তাহলে নিজেদের চেয়ে বয়সে বড় মানুষদেরও বিপদে- আপদে সাহায্য করে সেবা দিতে পারি।

জরুরি সেবা

অনেক সময় জীবনে এমন অনেক দুর্ঘটর্ঘনা ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকি না। আর সাথে সাথে পদক্ষেপ না নিলে আমাদের অনেক বিপদ হয়ে যেতে পারে, তখন অন্যের সহায়তা প্রয়োজন হয়। এই সহায়তা সাধারণত সরকারি কোনো সেবা প্রতিষ্ঠান হতে পাই।

কখনও কখনও সেসব সংস্থা থেকে তথ্য নিয়েও আমরা সেবা নিতে পারি। এই সেবাগুলো নেওয়ার উপায়গুলো আমরা কীভাবে জানতে পারি তাও বিভিন্ন মাধ্যম হতে আমরা জানি।

সেশন 2 : জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম চিহ্নিত করা


গত সেশনে আমরা অনেকগুলো জরুরি সেবার নাম জেনেছি। এখন সেই সেবাগুলো কোন কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাওয়া যায় তা বের করব। চলো আমরা পরের পাতায় ঘটনাগুলো পর্যবেক্ষ করি:

১০৮ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী

‘এই নামগুলো হতে একটি করে নাম আমরা কয়েকজন বোর্ডে  লিখে আসি।’ একই জরুরি সেবা পুনরায় লিখব না। সকল জরুরি সেবাই কি আমাদের এলাকায় পাওয়া যাবে? এলাকা অনুযায়ী জরুরি সেবার ধরনও ভিন্ন ভিন্ন হতে পারে।

যেমন শহরে আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসে র সেবা পেতে পারি, কিন্তু গ্রামে কোনো ঘরে বা বাজারে আগুন লাগলে ভিন্নভাবে সেবা পাব। এই বিষয়টি নিয়ে এখন আমরা একটি কাজ করব। বোর্ডে লেখা জরুরি সেবার তালিকা হতে আমরা নিচের ছকে এলাকা অনুযায়ী জরুরি সেবার তালিকা তৈরি করব।\

১০৯ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী


১১৩ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী

১১৪ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী


সেশন-৩ : জরুরি সেবা প্রাপ্তির ধাপসমূহ অনুসন্ধান


জরুরি সেবা পাওয়ার জন্য আমাদেরকে কল সেন্টারে যোগাযোগ করে আমরা যে ব্যাপারে সাহায্য চাইছি সে সম্পর্কে সঠিক তথ্য ও অবস্থান জানাতে হয়। অনেক সময় তথ্য গ্রহণকারী বিস্তারিত অনেক কিছু জানতে চান।

এই যোগাযোগটা আমাদের সঠিকভাবে না করলে সহায়তা পেতে দেরি হতে পারে বা সহায়তায় বিড়ম্বনাও তৈরি হতে পারে। তাই আজকের সেশনে সঠিকভাবে কী করে যোগাযোগ স্থাপন করতে হয়, তা নিয়ে কিছু কাজ করব।

নিচের ছবিতে কী দেখতে পাচ্ছি? এখানে কার সাথে ফোনে যোগাযোগ করা হয়েছে? কী সমস্যা নিয়ে সেবা চাওয়া হতে পারে?

আমরা নিচের চরিত্রগুলো থেকে একেক দল একটি নিয়ে কথোপকথন লিখব।

  • জাতীয় দুর্যো গসেবার কল সেন্টারের পুলিশ কর্মকর্তা
  • একজন দুর্ঘটর্ঘনাকবলিত যাত্রী
  • কৃষি জরুরি সেবার কল সেন্টারের কর্মকর্তা
  • একজন কৃষক
  • নারী ও শিশু নির্যা তন প্রতিরোধী কল সেন্টারের একজন কর্মকর্তা
  • বাল্যবিবাহের শিকার একজন ছাত্রী

  • স্বাস্থ্য বাতায়ন কল সেন্টারের একজন কর্মকর্তা
  • একজন রোগী
  • আগাম আবহাওয়াবার্তা কলসেন্টারের একজন কর্মকর্তা
  • একজন জেলে
  • প্রবাসবন্ধু কল সেন্টারের একজন কর্মকর্তা
  • একজন প্রবাসী শ্রমিক

১১৬ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী


১১৭ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৭ম অধ্যায় - চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান | Class 6 Digital Technology Chapter 7 Solution PDF, পাঞ্জেরী



সম্পূর্ণ অধ্যায়ের উত্তর পেতে নিচের দেওয়া পিডিএফ ফাইলটা দেখে নিন।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!