কাজের মাঝে আনন্দ- ৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 1 all answer 2024
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা গাইড খুঁজতেছ, তাদের জন্য দারুন সুখবর । ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই এর নতুন সংস্করণ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
ফলে ৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই সমাধান এর জন্য অনেকে বিভিন্ন মাধ্যমে আমাকে অবহিত করেছে যে, ৬ষ্ঠ শ্রেণীর গাইড বাজারে বের হওয়ার সাথে সাথে যেন আমার ওয়েবসাইটে প্রকাশ করি। তাই সবার কথা/ শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই এর ১ম অধ্যায় সমাধান/গাইড নিয়ে এসেছি।
আশাকরি এই গাইড/সমাধান পেয়ে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে। শিক্ষার্থীরা সামান্যতম উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের গাইড ওয়েবসাইটে প্রকাশ করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন।
১ম অধ্যায় গাইড/সমাধান: কাজের মাঝে আনন্দ
আমরা প্রতিদিন পরিবারে নানা ধরনের কাজ হতে দেখি। যেমন খাবার তৈরি করা, খাবার পরিবেশন করা, খাবার গ্রহণ করা ইত্যাদি। এর মধ্যে খাবার গ্রহণ করা আমাদের একান্ত নিজের কাজ, অন্যদিকে খাবার তৈরি ও পরিবেশন করা পরিবারের কাজ। তাহলে চলো আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবারে প্রতিদিন করে থাকি, এমন কাজের একটি তালিকা তৈরি করি।
বিভিন্ন সময়ের কাজ
সকালে যা করি: নিজের কাজ:
১. ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাতমুখ ধুই।
২. স্কুলের পড়া তৈরি করি।
৩. গোসল করি।
৪. সকালের খাবার গ্রহণ করি।
৫. স্কুলে যাই।
পরিবারের কাজ:
১. বিছানাপত্র গুছিয়ে রাখি
২. ঘর ঝাড়ু দিই।
৩. খাবারের স্থানে খাবারের জিনিসপত্র এনে রাখি।
বিকেলে যা করি: নিজের কাজ:
১. স্কুলের পোশাক, জুতা-মোজা, বই-খাতা, ব্যাগ গুছিয়ে রাখি।
২. বিশ্রাম নিই।
৩. স্কুলের দেওয়া হোমওয়ার্ক করি।
৪. প্রার্থনা করি।
৫. বাইরে খেলতে যাই।
৬. হাতমুখ ধুয়ে পড়তে বসি।
পরিবারের কাজ:
১. বিকেলের নাশতা বানাতে মাকে সাহায্য করি।
২. পোষা প্রাণীদের যত্ন নিই।
৩. বাইরে থাকা জিনিসপত্র ঘরে এনে রাখি।
৪. ছোট ভাইবোনদের নিয়ে খেলি।
রাতে যা করি: নিজের কাজ:
১. রাতের খাবার খাই।
২. নিজের বিছানা গোছাই।
৩. ঘুমাতে যাই।
পরিবারের কাজ:
১. খাবারের জিনিসপত্র গুছাই
২. বিছানাপত্র গুছিয়ে দিই।