এইচ এস সি/আলিম সাজেশন- ২০২৩ বাংলা ২য় পত্র - Bangla 2nd Paper Suggestion 2023 For HSC and Alim
ক - অংশ (ব্যাকরণ)
বাংলা উচ্চারণের নিয়ম:-
১. উচ্চারণ রীতি কাকে বলে? বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন? আলোচনা কর। (আ.২০১৮)
২. বিশুদ্ধ উচ্চারণে কী কী বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? বর্ণনা কর।
৪. শব্দের শেষে 'অ' এর উচ্চারণ 'ও' রূপে উচ্চারিত হওয়ার পাঁচটি সূত্র উল্লেখ কর। [আ. প. ২০১৬]
৩। উচ্চারণরীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখ। (খ. বো. ১৯)
৫. শব্দের প্রথমে বা আদিতে 'অ' এর উচ্চারণ 'ও' রূপে উচ্চারিত হওয়ার ৫টি সূত্র উল্লেখ কর।
২. বিশুদ্ধ উচ্চারণে কী কী বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? বর্ণনা কর।
৪. শব্দের শেষে 'অ' এর উচ্চারণ 'ও' রূপে উচ্চারিত হওয়ার পাঁচটি সূত্র উল্লেখ কর। [আ. প. ২০১৬]
৩। উচ্চারণরীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখ। (খ. বো. ১৯)
৫. শব্দের প্রথমে বা আদিতে 'অ' এর উচ্চারণ 'ও' রূপে উচ্চারিত হওয়ার ৫টি সূত্র উল্লেখ কর।
৬. 'বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ। [আ. প. ২০১৭
৭। বাংলা ভাষায় 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ। [আ. প. ২০১৯)
৮. উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ। [ ২০১৭ |
৯. 'ম'-ফলার উচ্চারণরীতি বর্ণনা কর।
১০। বাংলা শব্দে 'য' (I)-ফলা উচ্চারণের নিয়ম লেখ।
অথবা,
বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান
১. বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
২। তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। [২০১৯]৩। বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লেখ।
৪. বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। [২০১৬,১৯]
৫. বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার পাঁচটি নিয়ম উদাহরণসহ [আ.] . ২০১৬]
৬. ণত্ব বিধান বলতে কী বোঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম: লেখ। [আ প. ২০১৮ কু. বো. ১৯]
৫. বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার পাঁচটি নিয়ম উদাহরণসহ [আ.] . ২০১৬]
৬. ণত্ব বিধান বলতে কী বোঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম: লেখ। [আ প. ২০১৮ কু. বো. ১৯]
৭. ষত্ব বিধান কাকে বলো যত্ন বিধানের পাঁচটি নিয়ম লেখ। [২০১৭]
৮. বানান শুদ্ধ করে লেখ :
৮. বানান শুদ্ধ করে লেখ :
অক্ষুন্ন
অতীথি [১৭]
অভিসেক [১৭)
অকালপক্ক
অহরাত্রি (১৭)
অকালকুষ্মান্ড [১৭]
আয়ত্ব
আরোহন
আত্মসমর্পন
ইয়তা
ইতিমধ্যে
ইতিপূর্বে (১৫)
উচ্চাভিলাশী
উপরোক্ত
ঐক্যতান
ঐক্যমতা
কটূক্তি
কৃপন
কার্য্যালয় [১৫, ১৯]
গিতাগুলী [১৯]
গৃহিণি
ঘনিষ্ট
ঝাণ্ডা
ঠাণ্ডা
ত্যজ্য (১৫)
দুর্বিসহ (১৭)
দৈন্যতা (১৭)
দুরাবস্থা (১৯)
দীর্ঘজিবি
বদ
নুন্যতম (১৭, ১৯)
প্রাজান
প্রাণীবিদ্যা
পীপিলিকা (১৬)
বাল্মিকি (১৭)
বিভিনীকা (১৭)
মুমুর্ষু [১৫, ১৬, ১৯]
মনীষি (১৭)
মরীচীকা (১৭)
মধুসুদন (১৯)
লজ্জা (১৬)
শান্তনা।'১৯
সাচ্ছন্দ। '১৫)
সন্ধিহান (১৭)
সমিচীন [১৬, ১৯)
সন্যাসী (১৬)
স্বতন্ত্রীক
সর্থনা।'১৫)
সধর্মভূত [১৯]
বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি
২. বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। [২০১৬]
৩। বিশেষণ পদ কাকে বলে। বিশেষণ পদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
৩। বিশেষণ পদ কাকে বলে। বিশেষণ পদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
৪। ক্রিয়াপদ বলতে কী বোঝায়? ক্রিয়াপদ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
৫। বাক্যে ক্রিয়াপদের গুরুত্ব কতখানি। বাংলা ক্রিয়াপদ গঠনের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।
৬. ক্রিয়াপদ কাকে বলে? অর্থের বিচারে ক্রিয়াপাতকে করা ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা কর।
৫। বাক্যে ক্রিয়াপদের গুরুত্ব কতখানি। বাংলা ক্রিয়াপদ গঠনের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।
৬. ক্রিয়াপদ কাকে বলে? অর্থের বিচারে ক্রিয়াপাতকে করা ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা কর।
৭. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে নাও। আবেগ-শব্দ কাকে বলে? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা কর।
১. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর :-
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
১. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর :-
অরুণরাঙা (১৭)
অসুখ '০০, ১০, ১৯৩
অনা
অনুচিত
অকালমৃত্যু
অকালমৃত্যু
অবিশ্বাস্য
অনুতাপ
অরিক্তিম (১৮)
আদিগন্ত
ঊর্ণনাভ (১৮)
কোলেপিঠে (১৯)
কপোতাক্ষ
করকমল
গণ্যমান্য [১৮)
গায়েহলুদ
গজমূর্খ
মাথা
চাদমুখ ১৯
ৰোশি
চতুর্ভুজ
চতুষ্পদী
জনাকীর্ণ
ছিটা
তেমাথা ১৯
ত্রিকুল
দেশান্তর ০৪. ০৮. ১২, ১৯)
দোয়াত-কলম
দ্বীপ
দেশত্যাগ
ধর্মঘট
প্রভাত ০৪, ১২, ১৭
প্রতিদিন (২২)
পানদ
পলান্ন ২০১৯
পরবর্তী
পাঁচহাতি
প্রাণপাখি
পণ্ডিতমূর্খ
বিশালাক্ষী ২০১৯
বহুরীহি
বিষাদসি ০০, ১৭
বিৱানকাই । "১২)
বেওয়ারিশ
বাহুলতা
ৰ-দ্বীপ
মহানবি (০৩, ১০, ১২)
মনমাঝি[০১, ০৮, ১২, ১৫)
মুখচন্দ্র ২০১৯
মেঘমুক্ত
মৌমাছি
মধুমাখা [১৬)
মিঠাকড়া
যথাবিধি
যথারীতি
যথাশক্তি,
রক্তারক্তি
রান্নাঘর (১৯
শতাব্দী
শোকাহত
শান্তশিষ্ট
সপ্তাহ
সাত-সতের
সম্পরাধ
সেতার
হাতাহাতি
হাসাহাসি
হররোজ
হাতে-কলমে
হিতাহিত
তানি
হাঁটুজলা
হাভাত
বাক্যতত্ব
১. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? আলোচনা কর।
২। বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ।[২০১৬, ২০১৯]
৩. সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৮]৪. খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা কর।
৫. অর্থানুসারে বাংলা বাক্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ লেখ।[ চ.বো.১৯ব.বো.১৯]
৬। সরল ও যৌগিক বাক্যের পার্থক্য নিরূপণ কর। | আ. প. ২০১৭।
৩। বাক্যগুলো শুদ্ধ করে লেখ :
৬। সরল ও যৌগিক বাক্যের পার্থক্য নিরূপণ কর। | আ. প. ২০১৭।
অথবা, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
১। ভাষার ব্যবহারে শব্দ ও বাক্যের শুদ্ধতার গুরুত্ব আলোচনা কর। [আ. শ. ২০১৬]
২. বাংলা ভাষায় কী কী কারণে অপপ্রয়োগ সংঘটিত হয়? আলোচনা কর।৩। বাক্যগুলো শুদ্ধ করে লেখ :
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। [১৯]
আমাদের দৈন্যতা দৃষ্টে তোমার পুলকের কারণ কী?
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা। [১৯]
এটা অতি লজ্জাস্কর বিষয়। সাবধানপূর্বক চলবে। ['১৮)
অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। । ১৮।
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। [১৮]
ইহার অবিশ্যক নাই।।১৭, '১৯]
বটতলায় বিরাট গরু-ছাগলের হাট বসেছে। [১৮]
তিনি আরোগ্য হয়েছেন।। ১৮।
একটা গোপন কথা বলি।। ১৭]
আমি সাক্ষি দিব না। [১৮]
দৈন্যতা প্রশংসনীয় নয়। ১৭]
আমার আর বাঁচিবার স্বাদ নেই। ।'১৮]
সে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। [১৭]
তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ্য। ১৮)
সব মাছগুলোর দাম কত? | ১৯|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। | ১৯|
নিরোগী রোগ প্রকৃত অর্থেই সুখী। [১৯]
অধ্যায়নই ছাত্রদের তপস্যা। [১৯]
শুধুমাত্র গায়ের জোরে সব হয় না। (১৯)
সারাজীবন ভূতের মজুরী খেটে গেলাম। [১৯]
মেয়েটি বেশ বুদ্ধিমান। [এইচএসসি প ১৯]
সব পাখিরা উড়ে গেল। [ এইচএসসি প. [১৯]
গীতাঞ্জলী' রবিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। [এইচএসসি প ১৯।
অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।
৪। নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ :
ক. বানানের ব্যাপারে সকল ছাত্রগণ অমনোযোগী। 'অপরাহ্ন' বানানে তারা ভুল করে। এটা লজ্জাস্কর ব্যাপার। মূহর্তের প্রচেষ্টায় সমাধান হবে না। এ জন্য প্রয়োজন অধ্যাবসায় [আ. শ. ২০১৯)
খ. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। একথা প্রমাণ হয়েছে। জীবনে স্বার্থকতা লাভ করতে হইলে পাঠে মনোযোগি হইতে হয়। দূরাবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। বানান শিক্ষা খুবই গুরুতর। [আ. প. 2019)
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন। গীতাঞ্জলী কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞানমনস্ক লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বাংলা সাহিত্যের উৎকর্ষতা সাধনে তিনি অসামান্য অবদান। রেখেছেন। একথা প্রমাণ হয়েছে। [আ. প. ২০১৮)
ঘ. আকন্ঠ পর্যন্ত ভোজন করেই ছেলেটি বৃষ্টির মধ্যে যেয়ে আপাদমস্তক পর্যন্ত ভিজে গেল। তার পোষাক পাল্টানো অত্যাবশ্যকীয় হলেও সে সমূলসহ একটি বৃক্ষ উপড়ে ফেলতে মনোনিবেশ করল; ততক্ষণে মেঘ পড়া বন্ধ হয়েছে।
ঙ. ইদানীংকাল ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। এইচএসসি প ২০১৭|
চ. এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন। (ঢা. বো. ২০১৯]
ছ. জামিল সাহেব স্বপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁর যাত্রা কক্সবাজারের সমুদ্র সৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর সৌজন্যতাহীন আচরণে তিনি বড় বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা অসুরে গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরক্তবোধ প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে । [এইচএসসি প ২০১৮
জ. আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থা দৃষ্টিতে মনে হয়, তাহারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় অবতির্ণ হয়েছে। চ. বো. ১৯
ঝ. ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফলতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা বাবাও স্বপ্ন অবলোকন করেন ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও সাচ্ছন্দ্য।
[যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে- ৫×১ = ৫
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন। গীতাঞ্জলী কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞানমনস্ক লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বাংলা সাহিত্যের উৎকর্ষতা সাধনে তিনি অসামান্য অবদান। রেখেছেন। একথা প্রমাণ হয়েছে। [আ. প. ২০১৮)
ঘ. আকন্ঠ পর্যন্ত ভোজন করেই ছেলেটি বৃষ্টির মধ্যে যেয়ে আপাদমস্তক পর্যন্ত ভিজে গেল। তার পোষাক পাল্টানো অত্যাবশ্যকীয় হলেও সে সমূলসহ একটি বৃক্ষ উপড়ে ফেলতে মনোনিবেশ করল; ততক্ষণে মেঘ পড়া বন্ধ হয়েছে।
ঙ. ইদানীংকাল ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। এইচএসসি প ২০১৭|
চ. এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন। (ঢা. বো. ২০১৯]
ছ. জামিল সাহেব স্বপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁর যাত্রা কক্সবাজারের সমুদ্র সৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর সৌজন্যতাহীন আচরণে তিনি বড় বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা অসুরে গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরক্তবোধ প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে । [এইচএসসি প ২০১৮
জ. আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থা দৃষ্টিতে মনে হয়, তাহারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় অবতির্ণ হয়েছে। চ. বো. ১৯
ঝ. ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফলতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা বাবাও স্বপ্ন অবলোকন করেন ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও সাচ্ছন্দ্য।
খ- অংশ (নির্মিতি)
পারিভাষিক শব্দ:-[যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে- ৫×১ = ৫
১। নিম্নলিখিত শব্দগুলোর পারিভাষিক শব্দ লেখ :
Ability, Agent, Architect, Assembly, Audio,
Basic, Ballot, Banker, Black out, Campus,
Casual, Copyright, Colony, Custom, Deed,
Dialect, Dowry, Drug, Editor, Employee,
Feudal, Fiction, Fine-art, Finance, Grade, Graph,
Greenroom, Global, Handbill, Ideology, Interest, Index,
Interpreter, Journalist, Judge, Kingdom,
Knight, Leap-year, Legend, Lease, Manifesto,
Method, Message, Myth, Mythology, Nursery, Nutrition,
Nominée, Oath, Principal, Phonetics, Para, Principle,
Query, Rank, Republic, Revenue, Salary, Secretary,
Skull, Token, Venue, Virus, Vision, Witness,
Withdraw Workshop, X-ray, Youth, Zoology.
অথবা, অনুবাদ
- Honesty is the ........ his business flourishes.
- Man is the architect...to day.. [আ. প. ২০১৬)
- Modem science is teaching .... life on earth. [আ. প. ২০১৭]
- To tell a lie is a sin...........allah help you.
- Punctuality is to be ... be our motto. (এইচএসসি প, '১৮|
- English is an......... like speaking English?
- Almost all the ............ earn no knowledge.
- Always speak the..........unfortunate as he. [আ. প. ২০১৮ ]
- Newspaper is the............ everyone with news. [আ. প. ২০১৯]
আবেদনপত্র ও প্রতিবেদন রচনা
আবেদনপত্র:-যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে ১০% = 10
১। বিনা বেতনে অধ্যয়নের সুযোগদানের আবেদন তোমার মাদরাসার অধ্যক্ষের কাছে একটি দরখাস্ত লেখ।
২। দরিদ্র তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য তোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
২। দরিদ্র তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য তোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
৩। মাদরাসা থেকে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ। ২০১৮
৪। মাদরাসা পরিত্যাগের ছাড়পত্র (টি.সি) প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
৫। প্রশংসাপত্র চেয়ে অধ্যক্ষ বরাবরে একটি আবেদনপত্র লেখ।
অথবা, প্রতিবেদন রচনা
১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্ত একটি প্রতিবেদন রচনা কর।
২. তোমার মাদরাসার গ্রন্থাগারের বর্ণনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
৩. যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
৫। প্রশংসাপত্র চেয়ে অধ্যক্ষ বরাবরে একটি আবেদনপত্র লেখ।
অথবা, প্রতিবেদন রচনা
১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্ত একটি প্রতিবেদন রচনা কর।
২. তোমার মাদরাসার গ্রন্থাগারের বর্ণনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
৩. যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
৪. একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
৫. তোমার দেখা একুশের বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
৫. তোমার দেখা একুশের বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
৬. তোমার মাদরাসায় উদ্যাপিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি কর।
৭. 'যানজট একটি ভয়াবহ সমস্যা'- এ শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর। [আ. প. ২০১৬, ১৮)
সারাংশ
১. তুমি জীবনকে সার্থক ও সুন্দর........ সার্থক হইয়া উঠিবে।
২। বিদ্যা মঙ্গলের, সে বিষয়ে........ চিকিৎসাবিদ্যায় অল্প জ্ঞান।
৩. মাতৃয়েহের তুলনা নেই.....দূরে সরে যায়।
৪. অতীতকে ভুলে যাও, অতীতের ......... জীবন নিয়ে বাঁচতে।
অথবা, সারমর্ম
১. নদী কভু পান নাহি........ শুধু পরহিত তরে। [আ. প. ২০১৭/
২. বহুদিন ধরে বহু..........একটি শিশির বিন্দু। আ.. ২০১৬)
৩. মরিতে চাহি না ...... সংগীতের কুসুম ফুটাই। আ. শ. ২০১৬)
৭. 'যানজট একটি ভয়াবহ সমস্যা'- এ শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর। [আ. প. ২০১৬, ১৮)
সারাংশ/সারমর্ম ও ভাবসম্প্রসারণ
যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে- ১০x১ = 10সারাংশ
১. তুমি জীবনকে সার্থক ও সুন্দর........ সার্থক হইয়া উঠিবে।
২। বিদ্যা মঙ্গলের, সে বিষয়ে........ চিকিৎসাবিদ্যায় অল্প জ্ঞান।
৩. মাতৃয়েহের তুলনা নেই.....দূরে সরে যায়।
৪. অতীতকে ভুলে যাও, অতীতের ......... জীবন নিয়ে বাঁচতে।
অথবা, সারমর্ম
১. নদী কভু পান নাহি........ শুধু পরহিত তরে। [আ. প. ২০১৭/
২. বহুদিন ধরে বহু..........একটি শিশির বিন্দু। আ.. ২০১৬)
৩. মরিতে চাহি না ...... সংগীতের কুসুম ফুটাই। আ. শ. ২০১৬)
৪. বিশ্বজোড়া পাঠশালা..... সন্দেহ নাই মাত্র। [আ. শ. ২০১৮]
৫. দাও ফিরে সে অরণ্য........... এ জগতের হৃদয়স্পন্দন।
৫. দাও ফিরে সে অরণ্য........... এ জগতের হৃদয়স্পন্দন।
৬. তরুতলে বসি পালা ......... তারা বড় শহরে অতুল
৭. দৈন্য যদি আসে.... ঊকে দু'হাত বাড়াল। (এইচএসসি ১৯/
অথবা, ভাবসম্প্রসারণ
১. কীর্তিমানের মৃত্যু নেই।
২. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আ2012)
অথবা, ভাবসম্প্রসারণ
১. কীর্তিমানের মৃত্যু নেই।
২. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আ2012)
৩. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
৪. প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
৬. পুষ্প আপনার জন্য ফোটে না।
পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ২০১
৭. মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
৮. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।
উত্তরসংকেত উত্তরের জন্য আল ফাতাহ আলিম বাংলা দ্বিতীয় পত্র পত্র (পরীক্ষা-২০২২) গাইডে পাওয়া যাবে)
৫. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।৬. পুষ্প আপনার জন্য ফোটে না।
পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ২০১
৭. মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
৮. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।
৯. কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে/ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?
১০. স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে? পশু সেই জন।
১১. শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির
লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
১০. স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে? পশু সেই জন।
১১. শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির
লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
১২. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,/ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
[ যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে- ১০×১ = 10]
১. ইন্টারনেটের সুফল ও কুফল বিষয়ে দুই বায়ুর সংলাপ রচনা কর।
২। সামনে তোমার আলিম পরীক্ষা। কী উপায়ে পরীক্ষার আলো ফল করা সম্ভব, তা বড় ভাইয়ের সঙ্গে সংলাপের মাধ্যমে উপস্থাপন কর।।
৩. আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সরাপ রচনা কর।
৪. মনে কর, তোমার নাম সুমন। একজন শিক্ষকের সঙ্গে তোমার সংলাপসূত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কিত একটি ধারণা তৈরি কর।
সংলাপ ও খুদে গল্প রচনা
সংলাপ[ যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে- ১০×১ = 10]
১. ইন্টারনেটের সুফল ও কুফল বিষয়ে দুই বায়ুর সংলাপ রচনা কর।
২। সামনে তোমার আলিম পরীক্ষা। কী উপায়ে পরীক্ষার আলো ফল করা সম্ভব, তা বড় ভাইয়ের সঙ্গে সংলাপের মাধ্যমে উপস্থাপন কর।।
৩. আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সরাপ রচনা কর।
৪. মনে কর, তোমার নাম সুমন। একজন শিক্ষকের সঙ্গে তোমার সংলাপসূত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কিত একটি ধারণা তৈরি কর।
৫. নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর আ.. ২০১৯)
৬. মনে কর, তুমি হাশেম। তুমি একটা বই কিনতে চাও। একজন পুতেক বিক্রেতা ও তোমার মধ্যে বই কেনা নিয়ে একটা সংলাপ লেখ।
৭. ইংরেজিতে ভালো করার ব্যাপারে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখলো, প, ২০১৭)
৮. প্রশংসাপত্র চেয়ে তুমি ও তোমার মাদরাসার অধ্যক্ষের মধ্যে একটি সংলাপ তৈরি কর।
৯. "নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর। [এইচ.এসসি. গ. ২০১১]
৭. ইংরেজিতে ভালো করার ব্যাপারে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখলো, প, ২০১৭)
৮. প্রশংসাপত্র চেয়ে তুমি ও তোমার মাদরাসার অধ্যক্ষের মধ্যে একটি সংলাপ তৈরি কর।
৯. "নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর। [এইচ.এসসি. গ. ২০১১]
১০. শিক্ষার গুরুত্ব নিয়ে দু'জন বন্ধুর মধ্যে সংলাপ লেখ। [আ. শ. 2018
১১। একজন ভালো সহচর নির্বাচনের গুরুত্ব নিয়ে তুমি ও তোমার বন্ধু সায়েমের মধ্যে একটি সংলাপ লেখ।
১১। একজন ভালো সহচর নির্বাচনের গুরুত্ব নিয়ে তুমি ও তোমার বন্ধু সায়েমের মধ্যে একটি সংলাপ লেখ।
১২। নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর। .. ২০১৯)
অথবা, খুদে গল্প রচনা
- একটি ভীতিপ্রদ রাত্রি
- সত্যবাদী বালক , ২০১৯)
- কন্যাসন্তান
- বিপদে বন্ধুর পরিচয়
- একতাই বল
- পরোপকার
- পথশিশু
- মিথ্যাবাদীর শাস্তি
- হিংসার পরিণাম
- মাতৃসেবা
[বি:দ্র: উত্তরের জন্য আলিম আল ফাতাহ দ্বিতীয় পত্র (পরীক্ষা ২০২২) দ্রষ্টব্য।]
বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম, বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচ এস সি/আলিম