কাজের মাঝে আনন্দ - ৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান (PDF) - Class 6 Jibon o Jibika Chapter 1 2023 all answer
৬ষ্ঠ শ্রেণির নতুন বই - জীবন ও জীবিকা | কাজের মাঝে আনন্দ ১ম অধ্যায় (উত্তর)
৬ষ্ঠ শ্রেণি/Class 6 জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান New Curriculum Textbooks Jibon o Jibika Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।
কাজের মাঝে আনন্দ
আমরা প্রতিদিন পরিবারে নানা ধরনের কাজ হতে দেখি। যেমন খাবার তৈরি করা, খাবার পরিবেশন করা, খাবার গ্রহণ করা ইত্যাদি। এর মধ্যে খাবার গ্রহণ করা আমাদের একান্ত নিজের কাজ, অন্যদিকে খাবার তৈরি ও পরিবেশন করা পরিবারের কাজ। তাহলে চলো আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবারে প্রতিদিন করে থাকি, এমন কাজের একটি তালিকা তৈরি করি।
ছক ১.১: প্রতিদিনের কাজের তালিকা। (উত্তর)
বিভিন্ন সময়ের কাজ
সকালে যা করি
নিজের কাজ:
১. ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাতমুখ ধুই।
২. স্কুলের পড়া তৈরি করি।
৩. গোসল করি।
৪. সকালের খাবার গ্রহণ করি।
৫. স্কুলে যাই।
পরিবারের কাজ:
১. বিছানাপত্র গুছিয়ে রাখি
২. ঘর ঝাড়ু দিই।
৩. খাবারের স্থানে খাবারের জিনিসপত্র এনে রাখি।
বিকেলে যা করি
নিজের কাজ:
১. স্কুলের পোশাক, জুতা-মোজা, বই-খাতা, ব্যাগ গুছিয়ে রাখি।
২. বিশ্রাম নিই।
৩. স্কুলের দেওয়া হোমওয়ার্ক করি।
৪. প্রার্থনা করি।
৫. বাইরে খেলতে যাই।
৬. হাতমুখ ধুয়ে পড়তে বসি।
পরিবারের কাজ:
১. বিকেলের নাশতা বানাতে মাকে সাহায্য করি।
২. পোষা প্রাণীদের যত্ন নিই।
৩. বাইরে থাকা জিনিসপত্র ঘরে এনে রাখি।
৪. ছোট ভাইবোনদের নিয়ে খেলি।
রাতে যা করি
নিজের কাজ:
১. রাতের খাবার খাই।
২. নিজের বিছানা গোছাই।
৩. ঘুমাতে যাই।
পরিবারের কাজ:
১. খাবারের জিনিসপত্র গুছাই
২. বিছানাপত্র গুছিয়ে দিই।
ছুটির দিনে যা করি
নিজের কাজ:
১. মাঠে খেলতে যাই
২. স্কুলের অ্যাসাইনমেন্ট করি।
৩. নিজের কাপড় ধুই
৪. শখের কাজ করি।
পরিবারের কাজ:
১. বাবার কাজে সাহায্য করি।
২. পোষা প্রাণীর যত্ন নিই।
৩. পরিবারের সবাই মিলে গল্প করি।
চলো সবাই নিজের সব কাজ নিজে করি, আনন্দময় জীবন গড়ি।
নিজের কাজ এবং পরিবারের কাজের পরিকল্পনা
ছক ১.২ এ প্রথমে নিজের কাজের তালিকা তৈরি করো। এবার কোন কাজটি কখন করবে তার একটি পরিকল্পনা অন্য একটি কাগজে লিখে রাখো। যে কাজগুলো করেছো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেগুলোতে টিক (✔) চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করেছো কিনা। যদি কোনো কাজ তুমি করতে না পারো, তাহলে কাজটি করতে না পারার কারণ আত্ম প্রতিফলন কলামে লেখ এবং তোমার অভিভাবক/পরিবারের যেকোনো বড় সদস্যের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। সাত দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও।
ছক ১.২: নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন (উত্তর)
উপরের ছকটিতে প্রথম সপ্তাহের হিসাব শিক্ষককে দেখানোর পর বাড়িতে নিজেদের জন্য একটি রুটিন তৈরি করো। রুটিনে লেখা কাজ প্রতিদিন করছো কিনা তা নিজেরাই যাচাই করো।
ছক ১.৩ এ পরিবারের কোন কাজগুলো তুমি নিয়মিত করতে চাও তার একটি তালিকা তৈরি করো। এবার অন্য একটি কাগজে কাজগুলো কীভাবে করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করেছো সেগুলোতে টিক ( ✔) চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করেছ কিনা। যদি কোনো কাজ তুমি করতে না পারো, তাহলে কাজটি করতে না পারার কারণ পাশের আত্মপ্রতিফলন কলামে লেখো এবং তোমার অভিভাবক/পরিবারের যেকোনো বড় সদস্যের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। সাত দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও।
ছক ১.৩: পরিবারের কাজের সাপ্তাহিক পরিকল্পনা
ও অনুশীলন (উত্তর)
উত্তর পাবেন নিচের পিডিএফ ফাইলে
১ম অধ্যায়ের প্রতিটি ছক উত্তরসহ নিচের পিডিএফে দেওয়া হয়েছে। পিডিএফটি ভালোভাবে লক্ষ করুন।
কারো পিডিএফ লিংক প্রয়োজন হলে তারা আমাদের ফেসবুক পেইজে গিয়ে লাইক দিয়ে আমাদের মেসেজ করুন।