সপ্তম শ্রেণির গণিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এর সিলেবাস ও নির্দেশিকা ২০২৩ - Class Seven Mathematics Annual Assignment Syllabus PDF Download 2023
৭ম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা/সিলেবাস এর পিডিএফ বিষয়: গণিত
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন এর সিলেবাস বা নির্দেশিকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য নির্ধারিত সময়ে তোমাদের পড়ালেখা শেষ করার জন্য শিক্ষাবোর্ড বলে দিয়েছেন।
সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম এই বছরেই চালু করা হলো বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক, সবারই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয় নি।
ষাণ্মাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে সপ্তম শ্রেণীতে মোট ৩ টি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরো দশটি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ২০২৩ শিক্ষাবর্ষের পরিবর্তিত সময় অনুযায়ী (৫০-৫৫ মিনিট) প্রয়োজন হবে প্রায় ৫৬টি সেশন। যা ১০ ই নভেম্বর এর মধ্যে শেষ করতে হবে।
সপ্তম শ্রেণির গণিত বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হবে তা হলো:-
- শিখন অভিজ্ঞতা - ৪: অনুপাত, সমানুপাত।
- শিখন অভিজ্ঞতা - ৫: আকৃতি দিয়ে যায় চেনা ।
- শিখন অভিজ্ঞতা - ৬: সর্বসমতা ও সদৃশ্যতা।
- শিখন অভিজ্ঞতা - ৭: বাইনারি সংখ্যার গল্প ।
- শিখন অভিজ্ঞতা - ৮: চলো বৃত্ত চিনি ।
- শিখন অভিজ্ঞতা - ৯: অজানা রাশির উৎপাদক, লসাগু ও গসাগু।
- শিখন অভিজ্ঞতা - ১০: নানা রকম আকৃতি মাপি।
- শিখন অভিজ্ঞতা - ১১: অজানা রাশির ভগ্নাংশের গল্প।
- শিখন অভিজ্ঞতা - ১২: অজানা রাশির সমীকরণ।
- শিখন অভিজ্ঞতা - ১৩: তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ।
৭ম শ্রেণির গণিত বই এর বিস্তারিত সিলেবাস ও নির্দেশিকা পেতে নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)
(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)
(getButton) #text=(Download ৭ম শ্রেণির গণিত সিলেবাস PDF) #icon=(download)