What are the similarities and differences in culture in the lives of people of the past and present? - বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিতে কী কী মিল অমিল দেখা যায়?
মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণি
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
৯ম অধ্যায়: প্রাকৃতিক ও সামাজিক কাঠামো
অনুসন্ধানের প্রশ্ন - ৩
অনুসন্ধানের প্রশ্ন-৩: বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিত কী কী মিল অমিল দেখা যায়? [পাঠাবই পৃষ্ঠা নং ১৫৭]
বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিগত মিলগুলো কী কী?
উত্তর: বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিগত মিলগুলো হলো:-
১. অতীতকালে মানুষ যেমন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত, বর্তমানেও মানুষ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে।
২. অতীতকালের মতো বর্তমানকালেও মানুষ তার নিজস্ব পারিবারিক সংস্কৃতি লালন করে।
৩. অতীতকালে যেমন একই গোত্রের মানুষের মধ্যে ভাষা, খানা, পোশাক প্রভৃতি ক্ষেত্রে মিল ছিল বর্তমানেও একই দেশ বা অঞ্চলের মানুষের ভাষা, খাদ্য, পোশাক প্রভৃতি ক্ষেত্রে মিল রয়েছে।
৪. অতীতে মানুষকে যেমন সামাজিক রীতি-নীতি, আচার অনুষ্ঠান মেনে চলতে হতো তেমনি বর্তমানেও মানুষকে সামাজিক রীতি-নীতি, আচার অনুষ্ঠান মেনে চলতে হয়।
৫. অতীতে সংস্কৃতি অনুসারে (যেমন- ভাষা, ধর্ম, বাচনডঙ্গি, আচার অনুষ্ঠান ইত্যাদি অনুসারে) মানুষের পরিচয় বা গোত্র নির্ধারণ করা হতো। বর্তমানেও সংস্কৃতি অনুসারে মানুষের পরিচয় নির্ধারণ করা হয়। যেমন- বাংলা ভাষার লোকেরা বাঙালি হিসেবে পরিচিত।
বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিগত মিলগুলো কী কী?
উত্তর: বর্তমানকালের ও অতীতকালের মানুষের জীবনে সংস্কৃতিগত অমিলগুলো হলো:-
১. অতীতকালে মানুষ যৌথ পরিবারে বসবাস করত। কিন্তু বর্তমানকালে গ্রাম ও শহর উভন্নস্থানে যৌথ পরিবার ভেঙে একক পরিবার পড়ে উঠেছে।
২. অতীতে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত যাত্রা, পালাগান, সার্কাস, জারি সারি ইত্যাদির মাধ্যমে। কিন্তু বর্তমানে ঘরে বসে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে চাহিদা পূরণ করছে।
৩. অতীতকালে মানুষ বনে জাদে শিকার করে খাবার সংগ্রহ করত। কিন্তু বর্তমানে মানুষ খাবার উৎপাদন করে।
৪. বর্তমান মানুষের জীবনে ডিজিটাল সংস্কৃতির প্রভাব অনেক বেশি। যা অতীতকালের মানুষের জীবনে ছিল না।
৫. অতীতকালের সংস্কৃতি ছিল কৃষিভিত্তিক। কিন্তু বর্তমানের সংস্কৃতি হচ্ছে কৃষি ও শিল্পভিত্তিক।