ছোট বাচ্চাদের মোবাইল ব্যবহর করতে দেওয়ার আগে অবশ্যই এই কাজটি করবেন - How to Use Google Safe search Features in Mobile

Mofizur Rahman
0

How to Use Google Safe search Features in Mobile - সচেতনতামূলক পোস্ট: শিশুদের মোবাইল ব্যবহার দেওয়ার আগে অবশ্যই গুগল সেফ সার্চ ফিচার চালু করে ‍দিন

How to Use Google Safe search Features in Mobile


আপনার সন্তান কিংবা ছোট ভাইবোন, সবাই ই এখন মোবাইল ব্যাবহার করা শিখে গেছে। গেম খেলার পাশাপাশি গুগল , ইউটিউব কোন কিছুই বাদ রাখে না। গুগলে ঝোঁকের বসে কি সার্চ করে ফেলে তা তো পাহাড়া দিয়ে রাখাও সম্ভব না। 


তাহলে উপায়? 

উপায় হচ্ছে, সিম্পলি গুগলের সেফ সার্চ ফিচারটা / Google Safe search Features in Mobile এ চালু করে দিন। 


কীভাবে করবেন?

Google Safe search Features in Mobile অপশনটি চালু করতে হলে আপনাকে নিচের দেওয়া ৪ টি ধাপ অনুসরণ করতে হবে। চলুন তাহলে জেনে নিই কিভাবে Google Safe search Features in Mobile অপশনটি চালু করবেন।

ধাপ ১ঃ Google এ গিয়ে স্ক্রিনের নিচে বা উপরে More অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ১ঃ Google এ গিয়ে স্ক্রিনের নিচে বা উপরে More অপশনটিতে ক্লিক করুন।


ধাপ ২ঃ More এ ক্লিক করার পর একটি অপশন পাবেন 'Settings'.. ওখানে ক্লিক করুন।

ধাপ ২ঃ More এ ক্লিক করার পর একটি অপশন পাবেন 'Settings'.. ওখানে ক্লিক করুন।


ধাপ ৩ঃ Settings এ ঢোকার পর General অপশনে ক্লিক করুন।


ধাপ ৩ঃ Settings এ ঢোকার পর General অপশনে ক্লিক করুন।


ধাপ ৪ঃ General এ যাবার পর একটু নিচের দিকে গেলে দেখবেন 'Safe Search' নামে একটা অপশন আছে। এই অপশনটি চালু করে দিন।

ধাপ ৪ঃ General এ যাবার পর একটু নিচের দিকে গেলে দেখবেন 'Safe Search' নামে একটা অপশন আছে। এই অপশনটি চালু করে দিন।


Summary:

Google> More> Settings> General> Safe Search

ব্যাস! এখন থেকে আর দুষ্টু টাইপ জিনিসপত্র আর তার সামনে আসবে না।  কিংবা সার্চ দিয়ে কোন ভাবেই আর পাবে না।


(বি.দ্রঃ ফোনের ধরন অনুযায়ী কিছুটা চেঞ্জ আসতে পারে। কিন্তু সেইফ সার্চ অপশনটি সব ফোনেই আছে।)  পোষ্টটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সহায়তা করুন। ধন্যবাদ

Collected From: Cyber 71

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close