SSC and Dakhil Exam result 2023 Published on 28 July 2023 - এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট/ফলাফল
২০২৩ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে ২৮ শে জুলাই (শুক্রবার) দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে:-
২। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে/ Mobile Phone SMS
নিচে এই ২ নিয়মে কিভাবে রেজাল্ট দেখবেন তা বিস্তারিত দেওয়া হলো:-
How to Get Online SSC Result
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম:
অনলাইনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলো বিস্তারিতভাবেঃ
নিচের দুইটা লিংক থেকে সরাসরি আপনি ফলাফল দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটাতে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।
১) প্রথম লিংক: দ্রুত রেজাল্ট পেতে নিচের দেওয়া এই লিঙ্কে প্রবেশ করুন।
www.educationboardresults.gov.bd
SSC/Dakhil Result 2023 By Mobile SMS
SMS System:-
SMS/এসএমএস করে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে।
যেকোনো ফোন এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> পরীক্ষার্থীর রোল <স্পেস> পরীক্ষার সাল।
এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। কিছুক্ষণ পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
নিচের উদাহরণটি লক্ষ করলে বুঝতে পারবেন যে, মোবাইলে SMS এর মাধ্যমে HSC/এইচএসসি ও Alim/আলিম সমমান পরীক্ষার ফলাফল জানবেন কিভাবে।
Example:- SSC CHA 156222 2022 Send 16222 (College) কলেজের জন্য।
Example:- Dakhil MAD 156222 2022 Send 16222 (Madrasah Board) মাদরাসার জন্য।
Example:- HSC TEC 156222 2022 Send 16222 (Technical Board) টেকনিক্যাল এর জন্য।
মাদ্রাসা শিক্ষা বোর্ডর আলিম এর প্রতিষ্ঠান, জেলা, থানা, কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখুন নিচের দেওয়া লিঙ্কে
- নিচের লিংকে: