৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বার্ষিক মূল্যায়ন সিলেবাস ২০২৩ - Class 6 Jibon o Jibika Annual Assignment Syllabus 2023 PDF

Mofizur Rahman
0

Class Six Life and livelihood Annual Exam/Assignment Syllabus 2023 PDF Download - ৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এর সিলেবাস ও নির্দেশিকা ২০২৩

৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বার্ষিক মূল্যায়ন সিলেবাস ২০২৩ - Class 6 Jibon o Jibika Annual Assignment Syllabus 2023 PDF

৬ষ্ঠ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা/সিলেবাস এর পিডিএফ বিষয়: জীবন ও জীবিকা

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন এর সিলেবাস বা নির্দেশিকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য নির্ধারিত সময়ে তোমাদের পড়ালেখা শেষ করার জন্য শিক্ষাবোর্ড বলে দিয়েছেন।

৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম এই বছরেই চালু করা হলো বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক, সবারই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয় নি।

ষাণ্মাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে ৬ষ্ঠ শ্রেণীতে মোট ২টি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরো ৭টি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। উক্ত সেশনগুলো ১০ ই নভেম্বর এর মধ্যে সম্পন্ন করতে হবে।

তোমরা খুব অল্প সময়ে উক্ত সেশন গুলো শেষ করতে পারবে যদি আমার এই ওয়েবসাইট এ প্রতিদিন ভিজিট কর। কারণ আজকে থেকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো অ্যাসাইনমেন্ট এর উত্তর ধারাবাহিক ভাবে সমাধান করে দিবো ইনশাআল্লাহ। তাই আমার সাথে থাকুন আশাকরি তোমাদের উপকার হবে।

৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হয়েছে তা হলো:-

  1. শিখন অভিজ্ঞতা ১: কাজের মাঝে আনন্দ।
  2. শিখন অভিজ্ঞতা ২: পেশার রুপ বদল।

৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হবে তা হলো:-

  • শিখন অভিজ্ঞতা 3: আগামীর স্বপ্ন।
  • শিখন অভিজ্ঞতা 4: আর্থিক ভাবনা।
  • শিখন অভিজ্ঞতা 5:  আমার জীবন আমার লক্ষ্য।
  • শিখন অভিজ্ঞতা 5: দশে মিলে করি কাজ
  • শিখন অভিজ্ঞতা 6: স্কিল কোর্স এক:কুকিং।
  • শিখন অভিজ্ঞতা 7: স্কিল কোর্স দুই : গ্রাফটিং'।

Class Six Jibon o Jibika Syllabus For Annual Exam or Assignment 2023

৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই এর বিস্তারিত সিলেবাস ও নির্দেশিকা পেতে নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)

(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)

(getButton) #text=(Download ৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা সিলেবাস PDF) #icon=(download)




    Post a Comment

    0Comments

    Post a Comment (0)

    #buttons=(Ok, Go it!) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Ok, Go it!
    close