Class Six Mathematics Annual Assignment Syllabus 2023 PDF Download - ৬ষ্ঠ শ্রেণির গণিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এর সিলেবাস ও নির্দেশিকা ২০২৩
৬ষ্ঠ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা/সিলেবাস এর পিডিএফ বিষয়: গণিত
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন এর সিলেবাস বা নির্দেশিকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য নির্ধারিত সময়ে তোমাদের পড়ালেখা শেষ করার জন্য শিক্ষাবোর্ড বলে দিয়েছেন।
৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম এই বছরেই চালু করা হলো বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক, সবারই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয় নি।
ষাণ্মাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে ৬ষ্ঠ শ্রেণীতে মোট ৭টি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরো ১২টি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ২০২৩ শিক্ষাবর্ষের পরিবর্তিত সময় অনুযায়ী (৫০-৫৫ মিনিট) প্রয়োজন হবে প্রায় ৫৬টি সেশন। উক্ত সেশনগুলো ১০ ই নভেম্বর এর মধ্যে সম্পন্ন করতে হবে।
তোমরা খুব অল্প সময়ে উক্ত সেশন গুলো শেষ করতে পারবে যদি আমার এই ওয়েবসাইট এ প্রতিদিন ভিজিট কর। কারণ আজকে থেকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো অ্যাসাইনমেন্ট এর উত্তর ধারাবাহিক ভাবে সমাধান করে দিবো ইনশাআল্লাহ। তাই আমার সাথে থাকুন আশাকরি তোমাদের উপকার হবে।
৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হয়েছে তা হলো:-
- শিখন অভিজ্ঞতা ১: সংখ্যার গল্প।
- শিখন অভিজ্ঞতা ২: পূর্ণ সংখ্যার জগৎ।
- শিখন অভিজ্ঞতা ৩: মৌলিক উৎপাদকের গল্প।
৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হবে তা হলো:-
- শিখন অভিজ্ঞতা ৪: মৌলিক উৎপাদকের গাছ।
- শিখন অভিজ্ঞতা ৫: দৈর্ঘ্য মাপি।
- শিখন অভিজ্ঞতা ৬: পূর্ণ সংখ্যার জগৎ।
- শিখন অভিজ্ঞতা ৭: ভগ্নাংশের খেলা।
- শিখন অভিজ্ঞতা ৮: অজানা রাশির জগৎ।
- শিখন অভিজ্ঞতা ৯: সরল সমীকরণ।
- শিখন অভিজ্ঞতা ১০: ত্রিমাত্রিক বস্তুর গল্প।
- শিখন অভিজ্ঞতা ১১: ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত।
- শিখন অভিজ্ঞতা ১২: সূত্র খুঁজি সূত্র বুঝি।
Class Six Math Syllabus For Annual Exam or Assignment 2023
৬ষ্ঠ শ্রেণির গণিত বই এর বিস্তারিত সিলেবাস ও নির্দেশিকা পেতে নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)
(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)
(getButton) #text=(Download ৬ষ্ঠ শ্রেণির গণিত সিলেবাস PDF) #icon=(download)