Class 6 Bangla Annual Assignment Solution 2023 PDF - ষষ্ঠ শ্রেণির বাংলা বার্ষিক মূল্যায়ন সমাধান ২০২৩ পিডিএফ
মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির বাংলা বার্ষিক মূল্যায়ন সমাধান ২০২৩ পিডিএফ
কাজ: ১ একটি গল্প তৈরি করো।
উত্তর: একটি গল্প যার নাম স্বপ্ন নিচে তা বর্ণনা করা হলো:
স্বপ্ন
একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিলো। তার স্বপ্ন ছিলো সে একদিন পাখির মতো উড়তে পারবে। সে বুঝতে পারতো না যে কেন সে উড়তে পারে না। চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উড়তে দেখেছে। সে মনে মনে ভাবতো, আমি কেন পারি না? আমার কি তাহলে কোনো সমস্যা আছে?
আরেকটি ছোট ছেলে ছিলো যে পায়ের সমস্যার জন্যে ঠিক মতো হাঁটতে পারতো না। সে স্বপ্ন দেখতো তার বয়সের অন্য ছেলে-মেয়েদের মতো সে হাটতে পারছে, দৌড়ে বেড়াচ্ছে। সে ভাবতো, আমি কেন ওদের মতো নই?
একদিন সেই অনাথ ছেলেটি, যে পাখি হতে চাইতো, সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো। সেখানে সে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে। বালি দিয়ে বাড়ি-ঘর বানাচ্ছে। পাখি বানাচ্ছে।
তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমিও কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো? না। কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি, দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি ।
তার কথা শুনে ছেলেটি খব কষ্ট পেল। সে বললো, আমরা কি বন্ধু হতে পারি? এরপর তারা দুইজন মিলে প্রায় ঘন্টাখানেক খেললো। তারা মাটির প্রাসাদ বানালো, পাখি বানালো, দুজনমিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো। এক সময় পঙ্গ ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো। যে ছেলেটির পাখির মত উড়তে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বললো।
উত্তরে তিনি বললেন- ঠিক আছে। আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বললো- তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তো তা পারি না। কিন্তু আমি কিছু একটা করতে চাই।
এই বলে সে ঘুরে দাড়ালো এবং তার বন্ধুকে বললো, তার পিঠে উঠে বসতে। সে উঠে বসলো ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতেই থাকলো। দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো।
দুর থেকে এই দৃশ্য দেখে তার বাবার চোখের পানি আটকে রাখতে পারলো না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো ‘আমি উড়ছি, বাবা, আমি উড়ছি!'
কাজ: ২ একটি কবিতা রচনা করো।
উত্তর: একটি কবিতা রচনা করা হলো যা নিচে বিশদভাবে বর্ণনা করা হলো।
ছায়া পোড়া স্বপ্নের মতো
জীবন এতো যে জটিল, দেহ ভাঁজ খাদের কিনার
কখনো আলো কখনো ঘোর অন্ধকার
দূরন্ত ঘূর্ণির দিকে তাকিয়ে তাই লেখা হয়না
বিজয়ের গান
নিঃশব্দে ঝুলে পড়া ছায়ার দংশন নিয়ে একাকী
প্রদীপ জেগে থাকে
ভেঙ্গে পড়া স্বপ্নের কাছে যাচে না জীবন
ছাড়া পোড়া স্নেহের মতো এগোয় বিকেলের দিকে
জীবন এতো যে প্রেমের, ক্ষণিক সময়
পৃথিবীর সমস্ত সৌন্দর্য গন্ধ ঢালে রসে ভরা
আলোক শয্যায়
তবু সব আঁকা মুখে আসে জীভনের সব বাঁক ঘুরে
বদলে বদলে শেষ হয় প্রদীপের তেল
জীবন এতো যে মায়ার, আবেগে ভরা
সত্যি কি আবেগের আছে কোনো পথ
কেবল কথার অভিমুখ না পাল্টে ভেঙে ফেলে
যত্নের সকল স্বপ্ন বিশ্বাস
যতই আঁকড়ে ধরি হৃদয়ের মাঠ ঘাট সবুজ বনানী
তৃণলতা ঘাস।
থেকে যায় তবু কিছু আবেগ উচ্ছ্বাস।
পুতুল খেলা
মেলা থেকে আনলো খুকি,
ছোট্ট বার্বি পুতুল।
হাত আছে, পা আছে,
আছে সোনালি চুল।
পুতল খানি
লেগেছে ভালো
খুকির জানো খুব।
পুতুল নিয়ে
মারে তাই,
পুতুল পুরে ডুব।
সকাল-বিকেল,
দুপুর রাত,
শুধুই পুতুল পুতুল।
পুতুল খানি
জুড়েই থাকে
সারাক্ষন খুকির কোল।
(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)
(getButton) #text=(Download Annual assignment Science Solution 2023 PDF) #icon=(download)
পরবর্তী ধাপের কজের উত্তর শীঘ্রই দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ওয়েবসাইটের সাথে থাকবেন।
bangla annual assignment solution, bangla annual assignment solution, bangla annual assignment solution, bangla annual assignment solution, bangla annual assignment solution