৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র - Class 6 Wellbeing Annual Assignment Final Day Solution 2023

Mofizur Rahman
0

ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৩য় দিনের সমাধান ২০২৩ - Class Six Health Protection Annual Summative Assessment 3rd Day Solution 2023 

৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র - Class 6 Wellbeing Annual Assignment Final Day Solution 2023

তৃতীয় দিবস: ২-৩ ঘন্টা (মূল্যায়ন উৎসব)

  • কাজ ১:
স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোষ্টার প্রদর্শনী করবে।

(ছবি আঁকা, লেখা, ম্যাসেজ, স্লোগান অথবা নিজের পছন্দমতো যে কোনো উপায়ে এক দিকে লেখা ছোট ছোট কাগজে /ব্যবহৃত ক্যালেন্ডারের পাতায়/শপিং ব্যাগের কাগজে লিখতে পারে অথবা ছোট ছোট কাগজে লিখে পুরোনো লেখা কাগজে/পুরোনো খবরের কাগজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে পোষ্টার তৈরি করতে উৎসাহিত করবেন।)

কাজ ১ এর উত্তর:

স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও অন্যের প্রতি আমার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোষ্টারে প্রদর্শন করা হলো:-

৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র - Class 6 Wellbeing Annual Assignment Final Day Solution 2023


পোস্টারে যে সব কথা গুলো লিখতে হবে তা আমি নিচে বর্ণনা করে দিলাম।
  • ভবিষ্যতের দীর্ঘ সময়ের জন্য সুস্থ থাকতে সক্রিয় থাকুন
  • নিজের কর্তব্যকে কখনই ভুলে যাবেন না, স্বাস্থ্যই আসল সৌন্দয
  • স্বাস্থ্য পেতে ভালো খান, ভালো ঘুমান এবং অসুস্থ হওয়া থেকে নিরাপদ থাকুন
  • নিয়মিত খেলাধুলায় স্বাস্থ্য ঠিক রাখার আসল মন্ত্র

বাণী: "সুস্বাস্থ্যকে আপনি কিনতে পারবেন না। তবে এটা কিন্তু আপনার এক মহা মূল্যবান সেভিংস অ্যাকাউন্ট হতে পারে।" অ্যানি উইলসন স্ক্যাফ
  • কাজ ২:
শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাই সবাইকে ১টি ইতিবাচক দিক/গুন লিখে দেবে। শেষ হলে দলে এই কার্যক্রমে তার অনুভুতি ও অভিজ্ঞতা শেয়ার করবে।

কাজ ২ এর উত্তর:

একটি কাগজে  নিজে এবং সবাই সবাইকে ১টি ইতিবাচক দিক/গুন লিখে বর্ণনা করা হলো:-

  • সায়েম : দ্রুত বন্ধুত্ব তৈরি করতে পারি এবং সবার সাথে হাসিমুখে থাকে।
  • আরাফাত : সবার সাথে ভালো ব্যবহার করে ও খুবই সহমর্মী।
  • হাফসা : বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করে এবং বন্ধুদের সাথে খুবই মিশুক।
  • জেসি : সবার সাথে হাসিমুখে কথা বলে ও সুন্দরভাবে চলাফেরা করে।
  • জেনি : মিথ্যা কথা পছন্দ করি না এবং সত্যবাদী বালক বা যুবক।
৬ষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র - Class 6 Wellbeing Annual Assignment Final Day Solution 2023


মূল্যায়নের উৎসবের জন্য প্রস্তুতি:

  • বড় সাইজের কাগজ ২ ভাগ করে কেটে শিক্ষার্থীর সমান সংখ্যক (প্রত্যেকের জন্য ১টি ভাগ) কাগজ প্রস্তত রাখুন।
  • পোষ্টার তৈরির জন্য শিক্ষার্থীদেরকে বাড়ী থেকে একদিকে লেখা খাতার কাগজ ২/৩ টি এবং ব্যবহৃত ক্যালেন্ডারের পাতা/শপিং ব্যাগ/পুরোনো লেখা কাগজের ২ পাতা জোড়া দিয়ে/পুরোনো খবরের কাগজ নিয়ে আসতে বলবেন যা দিয়ে তারা নিজেদের মত করে সৃজনশীল উপায়ে পোষ্টার তৈরি করতে পারে।
  • "পোষ্টার তৈরির জন্য কোনো রঙিন পোষ্টার পেপার/আর্ট পেপার ব্যবহার করা যাবে না" বিষয়টি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করবেন।
উপরের দিক নির্দেশনা গুলো মেনে তোমরা তোমাদের কাজ গুলো সম্পাদন করবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!