Class Six History and Social Science Annual Assignment Solution 2023 PDF- ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন সমাধান ২০২৩ পিডিএফ
মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির বাংলা বার্ষিক মূল্যায়ন সমাধান ২০২৩ পিডিএফ
২য় দিনের কাজের সমাধান
আমার এলাকার সমাজ ও প্রকৃতির পরিবর্তন
অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার সমাজ ও প্রকৃতির আমুল পরিবর্তন সাধিত হয়েছে। পূর্বে মানুষ কষ্ট করে যাতায়াত করতো বর্তমানে যাতায়াতের জন্য যানবাহন হয়েছে। পূর্বে মানুষ নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করতো বর্তমানে ব্রিজ হয়েছে। রাস্তাঘাটে ব্যাপক পরিবর্তন হয়েছে। এলাকায় মোটরসাইকেল, সাইকেল বা সিএনজি, অটো রিক্সা, রিক্সা, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহনের জন্য ট্রাক ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। পূর্বে মানুষ মাটির ঘরে বসবাস করতো বর্তমানে অনেক বিল্ডিং বাড়ি, পাকা বাড়ি, টিনের বাড়িতে বসবাস করে। পূর্বে এলাকার দেকানপাট তেমন ছিল না বর্তমানে দোকানপাটের সংখ্যা বেড়ে গিয়েছে। এলাকায় বাজার তৈরি হয়েছে তাই কষ্ট করে শহরে যেতে হয় না। পূর্বে তেমন স্কুল, কলেজ ছিল না বর্তমানে, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এবং শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এলাকার ভৌগলিক উপাদানের পরিবর্তন সমাজের উপর যেভাবে প্রভাব ফেলে বিশ্লেষণ করা হলো:
অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জেনেছি যে, এলাকার ভৌগোলিক উপাদান সমূহের ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের পাশের তিতাস নদীটি পূর্বে ছিল খরস্রোতা কিন্তু মানুষের বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের ফলে নদী দখল এবং ভরাট হয়ে গিয়েছে। ফলে নদীর খরস্রোতা হারিয়ে ফেলেছে। শহরের বিভিন্ন কলকারখানার বর্জ্য ও ড্রেনের পানি নদীতে মিশে যাওয়ায় নদীর মারাত্মক ক্ষতি হয়েছে। আমাদের এলাকা পূর্বে বন জঙ্গলে পরিপূর্ণ ছিল কিন্তু বর্তমানে বন জঙ্গলের পরিমাণ যথেষ্ট কমে গিয়েছে। এই কারণে বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণী হ্রাস পাচ্ছে। পূর্বে যত পশু ও প্রাণী দেখা যেত বর্তমানে তার দশ শতাংশও দেখা যায় না। গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। এই কারণে অকাল বৃষ্টি, অসময়ে বন্যা ইত্যাদির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অতীত ও বর্তমানে বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি ও উৎপাদনের সাথে নিযুক্ত মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ:
পূর্বে আমাদের এলাকার মানুষ সনাতন পদ্ধতিতে চাষ করতো অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করতো এবং সেচ কাজের জন্য তারা প্রকৃতির উপর নির্ভর করতো । সময়মতো বৃষ্টি না হলে ফসল ফলাতে পারতো না। ফসল কাটা ও মারায়ের কাজ একই পদ্ধতিতে করতো। বর্তমানে এলাকায় কৃষকেরা ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করে জমি চাষ করছে। পূর্বে এলাকার কৃষকেরা শুধু গোবর ব্যবহার করতো জমিতে। বর্তমানে আধুনিক সার ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পূর্বে এলাকার তাঁতীরা হস্তচালিত তাতে কাপড় বুনতো এবং বর্তমানে তারা যন্ত্র চালিত তাঁত ব্যবহার করছে। বর্তমানে এলাকায় শিক্ষিত ছেলে- মেয়েদের হার বৃদ্ধি পেয়েছে। কৃষি ও শিল্পের উৎপাদন কার্য পরিচালনা করার জন্য আধুনিক যন্ত্রপাতি ও সার ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ আমরা বলতে পারি এলাকায় I উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের সঙ্গে নিযুক্ত মানুষ এবং প্রকৃতির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।