এইচ এস সি আইসিটি গাইড ১ম অধ্যায় পিডিএফ - HSC ICT Guide Chapter 1 PDF Download
উচ্চ মাধ্যমিক শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইডটি আপনাদের সুবিদার জন্য আমরা স্ক্র্যান করে পিডিএফ আকারে প্রদান করলাম । উত্তরপত্র খণ্ডে এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে এ অংশটি তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা প্রতিটি অধ্যায় ও বিষয়বস্তুর গুরুত্ব অনুধাবন করে অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে পারবে।
বিগত সালের বিভিন্ন বোর্ড প্রশ্নের আলোকে তৈরি প্রশ্নপত্রের উত্তর ও এর মধ্যে রয়েছে। সৃজনশীল রচনামূলক অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত বিগত বিভিন্ন সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসভুক্ত প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্রের উত্তরসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটি তোমাদেরকে বোর্ড পরীক্ষার উত্তর সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা আলাদা করে দেওয়া হয়েছে এ বইতে।
HSC ICT Guide Book থেকে কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হল। এই পোস্টের নিচে গাইড বইটির ১ম অধ্যায় এর সমাধান বা গাইড এর পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হল।
১. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. VR কী?
খ. I3VR এর সাথে কিভাবে জড়িত?
গ. উদ্দীপকে নতুন প্রশিক্ষণার্থীদের জন্য ঠজ VR System তৈরিতে কী কী উপাদান দরকার?
ঘ. VR সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তুমি মনে কর কিনা? যুক্তির সপক্ষে লিখ।
২. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. Expert system কী?
খ. ৩টি Expert system-এর নাম লিখ।
গ. উদ্দীপকের লাইট পোস্ট Automation এর জন্যে তুমি কী পদক্ষেপ নিতে যাতে বিদ্যুৎ সঞ্চয় হয়।
ঘ. AI city corporation এর Digital Project এর অন্যতম সহায়ক যুক্তির সপক্ষে ও বিপক্ষে মতামত দাও।
৩. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. GV কী?
খ. GV এর উপাদানসমূহ লিখ।
গ. চিকিৎসাখাতে GV অত্যন্ত সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তির সপক্ষে মতামত দাও।
ঘ. “Outsourcing এর মাধ্যমে বেকারত্ব অবসান”। GV এর ১টি বিশেষ অবদান, যুক্তির সপক্ষে/বিপক্ষে মতামত দাও।
৪. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. Network কী?
খ. Topology কত প্রকার ও কী কী?
গ. উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তার খাতে তার মাধ্যম ১টি দুর্বলতা যুক্তির সপক্ষে/বিপক্ষে লিখ।
ঘ. কোন ধরনের প্রযুক্তিগত পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি নেওয়াতে উল্লেখিত সমস্যার সমাধান হয়েছে বলে তুমি মনে কর যুক্তির সপক্ষে অবস্থান ব্যক্ত কর।
৫. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. ইউনিকোড কী?
খ. ASCII কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের চিহ্ন নির্দিষ্ট করণের নাম লিখ।
গ. বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারে নাগরিকদের প্রকৃত সংখ্যা ডেসিমালে লিখ।
ঘ. বরাদ্ধকৃত খাস জমি কত অংশ প্রকৃত খাস জমি ছিল লিখ Binary বিয়োগ পদ্ধতি ব্যবহার করে বের কর এবং ডেসিমালে লিখ।
৬. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. প্রোগ্রামের ভাষা কাকে বলে?
খ. একটি প্রোগ্রাম তৈরির সময় কোন ভুলটির জন্য কম্পাইলার ম্যাসেজ প্রদান করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের জন্য কোন স্তরের ভাষায় প্রোগ্রাম লিখা তোমার পক্ষে সহজ তার সপক্ষে যুক্তি দাও।
৭. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. ব্যান্ডাউইথ কী?
খ. কোন ক্ষেত্রে WiFi এর পরিবর্তে WiMax ব্যবহার করা যুক্তিযুক্ত- ব্যাখ্যা কর।
গ. কর্পোরেট অফিস কক্ষের জন্য কোন নেটওয়ার্ক প্রযোজ্য- ব্যাখ্যা কর।
ঘ. myserver.com কী ধরনের সেবা প্রদান করছে? তোমার যুক্তিযুক্ত মতামত বিশ্লেষণ কর।
৮. উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর ও গাইডে রয়েছে।
ক. বায়োমেট্রিক কি?
খ. ‘হ্যাকিং নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড’ ব্যাখ্যা কর।
গ. ডাঃ সায়মা কিভাবে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন? ব্যাখ্যা কর।
ঘ. ডা: সায়মার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যাহক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।
পিডিএফ লিঙ্ক: HSC ICT Guide 1st Chapter
১ম অধ্যায়ের সকল সৃজনশীল উত্তর পেতে নিচের দেওয়া পিডিএফ ফাইলটা দেখে নিন।
২য় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান পাবেন নিচের দেওয়া পিডিএফ ফাইলে